Health Benefits: সর্ষে তেলের বদলে এবার রান্না করুন এই তেলে, দূরে থাকবে একাধিক রোগ!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:NILANJAN BANERJEE
Last Updated:
Health Benefits: এই তেলে রয়েছে বহু গুণাবলী। দূর হবে কোষ্ঠকাঠিন্য, লড়াই করবে ক্যানসারের বিরুদ্ধে
advertisement
1/6

বাঁকুড়াতে চাষ করা হচ্ছে তিসি। বিলুপ্তপ্রায় এই চাষ করতে প্রয়োজন নেই সার কিংবা লাঙ্গলের।
advertisement
2/6
এই ফসল থেকে তৈরি হয় তেল। এক চামচ তেল থাকে পাওয়া যায় ১২০ ক্যালরি।
advertisement
3/6
ছাতনা ব্লকের হরিবান্ধি, মিরগা ও জুগুন্থল, বালিদুমদুমি প্রভৃতি গ্রামে এই চাষ হচ্ছে।
advertisement
4/6
প্রায় ১০০ বিঘা জমির উপরে প্রায় ১৫০ জন কৃষক এই চাষ করছেন।
advertisement
5/6
তিসির তেলে রয়েছে বহু গুণাবলী। দূর হবে কোষ্ঠকাঠিন্য, লড়াই করবে ক্যানসারের বিরুদ্ধে।
advertisement
6/6
বোরো ধান তোলার ২০ দিন আগে নিম্নভূমিতে এই চাষ করা হয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Health Benefits: সর্ষে তেলের বদলে এবার রান্না করুন এই তেলে, দূরে থাকবে একাধিক রোগ!