লোকালয়ে ঢোকার পর হস্তিশাবকের মর্মান্তিক মৃত্যু, খেপে আগুন হাতির পাল, তারপর...
- Published by:Debalina Datta
Last Updated:
হস্তিশাবকের মর্মান্তিক পরিণতি কী করে হল জানতে করা হবে পোস্টমর্টেম৷
advertisement
1/4

আবার হস্তী শাবকের মৃত্যু। শুক্রবার রাতে একটি হস্তী শাবকের মৃত্যু হল গুড়গুড়িপাল থানার ডুমুরকোঠায়। এলাকার জঙ্গল লাগোয়া ধান জমিতে স্থানীয়রা শনিবার সকালে একটি হস্তী শাবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় বন দফতরে। বন দফতরের কর্মীরা এসে দীর্ঘ প্রচেষ্টার পর হস্তী শাবকটিকে উদ্ধার করে।
advertisement
2/4
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৩০ টি হাতির একটি পাল মেদিনীপুর সদর ব্লকের আউসাবাধিতে ডেরা বেধেছে। স্থানীয় যুবকরা শুক্রবার বিকেল থেকেই হাতি গুলোকে হুলা পার্টির সাহায্যে তাড়িয়ে অন্যত্র পাঠানোর চেষ্টা করে। তারপরই হাতির পালটি ডুমুরকোঠা এলাকায় প্রবেশ করে বলে জানা যায়।
advertisement
3/4
সেখানেই রাতে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠে হাতির পাল। হুলা পার্টির লোকজন গিয়েও ওই হাতির পালটিকে সরাতে পারেনি গভীর রাত পর্যন্ত।
advertisement
4/4
শেষপর্যন্ত আজ সকালে হাতির পালটিকে জঙ্গলে পাঠিয়ে হাতিটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা। কিভাবে মারা গেল হস্তী শাবকটি তা ময়নাতদন্তের পরই পরিষ্কার হবে বলে জানিয়েছে বন দফতর। Input- Sovon Das
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
লোকালয়ে ঢোকার পর হস্তিশাবকের মর্মান্তিক মৃত্যু, খেপে আগুন হাতির পাল, তারপর...