রাস্তাঘাট, চাষের জমি ছাপিয়ে ঘরের ভিতর...! সুবর্ণরেখার করাল গ্রাসে 'এই' গ্রাম, এলাকা ঘুরে দেখে সাহায্যের আশ্বাস বিডিও-র
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
East Medinipur Flood: প্রতিদিনই নদীর জলস্তর বাড়ছে। ফলে গ্রামের মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। বাড়ি-ঘর, চাষের জমি থেকে শুরু করে গ্রামীণ জীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।
advertisement
1/6

<strong>পূর্ব মেদিনীপুর, মদন মাইতি:</strong> ওড়িশার সুবর্ণরেখা নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন গ্রামে। এগরা ১ ব্লকের সাহাড়া, চক মুরারি, আলিপুর ও রামনগর ১ ব্লকের বাধিয়া, কান্ডগ্রাম, বারোবাটিয়া-সহ একাধিক গ্রাম প্লাবিত। বহু ঘরবাড়ি জলের তলায় চলে গিয়েছে। গ্রামের মানুষজন আতঙ্কে রয়েছেন। চাষের জমি ডুবে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। প্রশাসন ও জনপ্রতিনিধিরা বারবার পরিস্থিতি পরির্দশনে যাচ্ছেন।
advertisement
2/6
সুবর্ণরেখা নদীর জল দ্রুত বাড়তে থাকায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বহু পরিবার ঘরবন্দি হয়ে পড়েছেন। রাস্তা-ঘাট সব ডুবে যাওয়ায় বাইরে বেরোনো অসম্ভব হয়ে উঠেছে। অসুস্থ মানুষ ও বয়স্কদের নিয়ে পরিবারগুলো দ্বিগুণ সমস্যায় পড়েছেন। কোথাও কোথাও কাঁচা ঘর ভেঙে পড়েছে। হঠাৎ করে জল ঢুকে যাওয়ায় অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন। শিশু ও মহিলাদের জন্য পরিস্থিতি আরও শঙ্কাজনক হয়ে উঠেছে। (ছবি ও তথ্য: মদন মাইতি)
advertisement
3/6
এলাকার বিশাল অংশের চাষযোগ্য জমি নদীর জলে ভেসে গিয়েছে। ধান-সহ বিভিন্ন শস্য একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। কৃষকদের সারা বছরের পরিশ্রম জলে গিয়ে মিশেছে। যেসব জমিতে সবজি চাষ করা হয়েছিল, সেগুলিও তলিয়ে গিয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বহু কৃষক পরিবার। গ্রামবাসীরা বলছেন, যদি দ্রুত জল না নামে তাহলে চাষের সমস্ত আশা শেষ হয়ে যাবে। কারণ বছরে মোট ছ'বার প্লাবিত হল এই গ্রামগুলো। (ছবি ও তথ্য: মদন মাইতি)
advertisement
4/6
পরিস্থিতির খবর পেয়ে এগরা ১ ও রামনগর ১ ব্লকের বিডিও-সহ প্রশাসনের কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জনপ্রতিনিধিরাও এলাকা ঘুরে দেখছেন। কোথাও কোথাও ত্রাণ শিবির খোলার প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিকভাবে কিছু শুকনো খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, এখনও যথেষ্ট ত্রাণ পৌঁছায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন বিশেষ টিম মোতায়েন করছে। (ছবি ও তথ্য: মদন মাইতি)
advertisement
5/6
প্রতিদিনই নদীর জলস্তর বাড়ছে। ফলে গ্রামের মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেকে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন। বাড়ি-ঘর, চাষের জমি থেকে শুরু করে গ্রামীণ জীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ। গ্রামের মানুষ জানাচ্ছেন, এভাবে চলতে থাকলে তাঁদের বাঁচা-মরার প্রশ্ন তৈরি হবে। (ছবি ও তথ্য: মদন মাইতি)
advertisement
6/6
এলাকার বাসিন্দা লক্ষীকান্ত মাইতি বলেন, “আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। ঘরবাড়ি ভেসে গিয়েছে, খাওয়ার সমস্যায় আছি। কেউ বাইরে বেরোতে পারছি না। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত সাহায্যের ব্যবস্থা করা হোক।” তাঁর মতে, শুধু খাবার নয়, নিরাপদ আশ্রয়ও প্রয়োজন। গ্রামবাসীদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, যাতে তাঁরা নতুন করে জীবন শুরু করতে পারেন। (ছবি ও তথ্য: মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
রাস্তাঘাট, চাষের জমি ছাপিয়ে ঘরের ভিতর...! সুবর্ণরেখার করাল গ্রাসে 'এই' গ্রাম, এলাকা ঘুরে দেখে সাহায্যের আশ্বাস বিডিও-র