TRENDING:

East Bardhaman News: 'শোক নয়, উল্লাসে বিদায়'! ঠাম্মার মৃত‍্যুতে ব্যান্ড জানিয়ে নেচে গেয়ে শ্মশানযাত্রা, কেন? জানলে অবাক হবেন

Last Updated:
ফুলমালায় সুসজ্জিত খাটিয়া। সামনে বাজছে ডিজে বাজনা, ফাটানো হচ্ছে বাজি। ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতে নাতিদের অভিনব উদ্যোগ।
advertisement
1/5
'শোক নয়, উল্লাসে বিদায়'! ঠাম্মার মৃত‍্যুতে ব্যান্ড জানিয়ে নেচে গেয়ে শ্মশানযাত্রা, কেন?
ফুলমালায় সুসজ্জিত খাটিয়া। সামনে বাজছে ডিজে বাজনা, ফাটানো হচ্ছে বাজি।গানের তালে নাচছেন অনেকে। কোনও আনন্দ অনুষ্ঠানের শোভাযাত্রা মনে করে ভিড় করেছেন বহু মানুষ। শোভাযাত্রা দেখে অবাক তাঁরা। তবে ব্যাপারটা বুঝতে পারার পর অনেকেরই চোখ ওঠে কপালে। কেউ কল্পনা করতে পারেননি শ্মশান যাত্রায় এমন অভিনব আয়োজন হতে পারে ভেবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করলেন নাতিরা।প্রথা ভেঙে এক অভূতপূর্ব বিদায় দৃশ্যের সাক্ষী হল পূর্ব বর্ধমানের এই গ্রাম। ৮৫ বছর বয়সী ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতে ব্যান্ড ও তাসা বাজিয়ে তাঁর শ্মশান যাত্রা সম্পন্ন করলেন নাতিরা।
advertisement
3/5
পূর্ব বর্ধমানের ভাতার গ্রামের বাসিন্দা মিলন সর্দার।বেশ কয়েক মাস ধরে বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন তিনি। অসুস্থ হয়ে তিনি ভর্তি হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তখনই তিনি নাতিদের বলে দেন তার শেষ ইচ্ছার কথা।তিনি নাতিদের বলেন, তার মৃত্যু হলে তাকে যেন দুঃখের সাথে বিদায় জানানো না হয়। বরং তার মৃত্যু হলে শ্মশান যাত্রায় যেন ব্যান্ড তাসা বাজিয়ে আনন্দের সাথে তাকে বিদায় দেওয়া হয়।
advertisement
4/5
শনিবার সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ঠাকুমার শেষ ইচ্ছা মেনে, বাড়িতে তাঁকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয় এবং ব্যান্ড,তাসা বাজিয়ে শুরু হয় তাঁর অন্তিম যাত্রা। ফাটানো হয় বাজিও।
advertisement
5/5
মিলন সর্দারের এই অন্তিম যাত্রা দেখতে ভিড় জমান গ্রামবাসীরা। নাতি লোকনাথ সর্দার বলেন, ঠাকুমার ৮৫ বছর বয়স ওনার শেষ ইচ্ছা ছিল উনি মারা গেল যেন ব্যান্ড তাসা বাজিয়ে যেন শ্মশান যাত্রা করা হয়। ঠাকুমার শেষ ইচ্ছা পূরণ করতেই এই আয়োজন। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: 'শোক নয়, উল্লাসে বিদায়'! ঠাম্মার মৃত‍্যুতে ব্যান্ড জানিয়ে নেচে গেয়ে শ্মশানযাত্রা, কেন? জানলে অবাক হবেন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল