নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ইলেকট্রিক পোলে ধাক্কা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত বহু
- Published by:
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
ভয়াবহ দুর্ঘটনার কবলে আসানসোল-কৃষ্ণনগর রুটের যাত্রিবাহী বাস। পথের বলি ১ যাত্রী।
advertisement
1/6

<strong>পূর্ব বর্ধমান, সায়নী সরকারঃ</strong> ভয়াবহ দুর্ঘটনার কবলে আসানসোল-কৃষ্ণনগর রুটের যাত্রিবাহী বাস। মারা গিয়েছেন ১ জন যাত্রী। আহত ৩৫ জন। সোমবার দেওয়ানদিঘি থানার ভাণ্ডারডিহি সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
advertisement
2/6
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানদিঘি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে কুড়মুন হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
3/6
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল-কৃষ্ণনগর রুটের ওই বাসটি বর্ধমান নবদ্বীপ রোড ধরে যাওয়ার সময় ভাণ্ডারডিহির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে। তারপর রাস্তার ধারে কার্লভাটে ধাক্কা মেরে উল্টে যায়। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
4/6
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ এসে আহতদের উদ্ধার করে প্রথমে কুড়মুন হাসপাতাল ও পরে ২৯ জনকে বর্ধমান মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আহতদের মধ্যে একজনকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। বাকি আহতরা কুড়মুন হাসপাতালে চিকিৎসাধীন। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
5/6
আহতদের অভিযোগ, দ্রুত গতিতে বাস চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।বর্ধমান ১ এর বিডিও রজনীশ কুমার যাদব জানান, 'দ্রুত গতিতে যাবার জন্য বাসটি দু্র্ঘটনার কবলে পড়েছে কিনা জানার জন্য আমরা আরটিও-কে জানিয়েছি'। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
advertisement
6/6
তবে কী কারনে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। (চিত্র ও তথ্য সূত্র:সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ইলেকট্রিক পোলে ধাক্কা! যাত্রিবাহী বাস উল্টে মৃত ১, আহত বহু