TRENDING:

Digha Tourism: শীতের আগেই জমজমাট দিঘা! কাতারে কাতারে ছুটছে মানুষ, কারণ জানলে আপনিও দৌড়োবেন !

Last Updated:
শীত পড়ার আগেই দিঘা সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়! মনোরম আবহাওয়া আর সমুদ্রস্নানের আনন্দে মেতে উঠছেন ভ্রমণপ্রেমীরা, হোটেল বুকিংও প্রায় পূর্ণ হয়ে গেছে।
advertisement
1/6
শীতের আগেই জমজমাট দিঘা! কাতারে কাতারে ছুটছে মানুষ, কারণ জানলে আপনিও দৌড়োবেন !
পুরোদমে শীত পড়তে এখনও বেশ কয়েকদিন বাকি। এরমধ্যেই পর্যটকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ দিঘা। মনোরম আবহাওয়া এবং আরামদায়ক পরিবেশে সমুদ্রস্নানের আনন্দ নিতে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে ওল্ড দিঘা ও নিউ দিঘার সমুদ্রসৈকতে। সমুদ্রের ঢেউয়ের টানে দেদার আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরা।
advertisement
2/6
শুধু দিঘা নয়, শংকরপুর এবং মান্দারমনির মত সমুদ্র সৈকতেও বাড়ছে পর্যটকরের সমাগম। ভ্রমণপ্রিয় মানুষের কাছে দিঘা বরাবরই প্রথম সারির পছন্দের গন্তব্য হওয়ায় মরশুমের আগেই ভিড়ের চাপ চোখে পড়ার মত।
advertisement
3/6
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্র নগরী দিঘা ভিড়ে ঠাসা। ঠাণ্ডার আমেজ শুরু হতে না হতেই পরিবার-পরিজন নিয়ে দিঘায় বেড়াতে আসছেন বহু পর্যটক। সমুদ্রের ধারে বসে সময় কাটান, বালির ওপর হাঁটাহাঁটি আর সমুদ্রে নেমে স্নান সব মিলিয়ে মেতে উঠেছেন পর্যটকেরা। পাশাপাশি স্পিডবোটিং, ঘোড়ায় চড়া—এমনকি পার্ক গুলোতেও ভিড় নজর কাড়ছে। ছোট ছোট ছেলে-মেয়েদের উচ্ছ্বাসও চোখে পড়ার মত। পুরোদমে শীত না পড়লেও দিঘার আবহাওয়া এখন আরামদায়ক হওয়ায় পর্যটকদের ঢল আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
4/6
এদিকে পর্যটকদের এই বিপুল সমাগমে খুশির হাওয়া দিঘার হোটেল মালিক, দোকানদার এবং অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে। ইতিমধ্যেই অনেক হোটেলে উইকএন্ডের বুকিং পূর্ণ। ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত কয়েক বছরের তুলনায় এ বার নভেম্বরের শুরু থেকেই বুকিংয়ের সংখ্যা বেশি। আগামী ডিসেম্বরেই ক্রিসমাসের টানা ছুটি।
advertisement
5/6
এরপরই নতুন বছরের শুরু। ফলে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যটকদের বাড়তি ভিড় হবে বলে আশাবাদী দিঘার ব্যবসায়ী মহল। প্রশাসনও সতর্ক।
advertisement
6/6
সৈকত জুড়ে রয়েছে বাড়তি নজরদারি। নিরাপত্তার স্বার্থে সৈকতে লাইফগার্ড সংখ্যা বাড়ানো হয়েছে, নজরদারিও জোরদার করা হয়েছে। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ট্রাফিক নিয়ন্ত্রণেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, শীতপুর্বে ভিড়ের এই ধারা বজায় থাকলে এ বছর দিঘায় পর্যটনের ব্যস্ত মরশুম আরও জমজমাট হতে চলেছে। (তথ্য-মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Tourism: শীতের আগেই জমজমাট দিঘা! কাতারে কাতারে ছুটছে মানুষ, কারণ জানলে আপনিও দৌড়োবেন !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল