Digha Jagannath Temple: পুরীর থেকে কোথায় আলাদা দিঘার জগন্নাথ মন্দির! কিছুদিনেই খুলবে দরজা, উদ্বোধনের আগে জানুন খুঁটিনাটি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha Jagannath Temple Puri Jagannath Temple Difference: দিঘা স্টেশনের একেবারে কাছেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির ওপর চলছে বিরাট কর্মযজ্ঞ। তবুও পুরীর জগন্নাথ মন্দিরের থেকে কিছুটা আলাদা দিঘার জগন্নাথ মন্দির।
advertisement
1/9

*বাঙালির প্রিয় দিঘা, আগামী দিনে হয়ে উঠবে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে। কারণ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির নির্মাণ কার্য শুরুর দিন থেকেই পর্যটকদের মধ্যে উৎসাহ। নির্মাণ কাজ প্রায় শেষের পথে। জগন্নাথ ধাম উদ্বোধনের অপেক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাদের পাশাপাশি দিঘায় আসা পর্যটকেরা। ঐতিহ্য ও স্থাপত্যের নতুন মুকুট 'জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র' যুক্ত হতে চলেছে সৈকত সুন্দরী দিঘার মাথায়। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*দিঘা স্টেশনের একেবারে কাছেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির ওপর চলছে বিরাট কর্মযজ্ঞ। তবুও পুরীর জগন্নাথ মন্দিরের থেকে কিছুটা আলাদা দিঘার জগন্নাথ মন্দির। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*দিঘায় প্রায় শেষের পথে শ্রীক্ষেত্রের আদলে মন্দির নির্মাণ। তীর্থ ভ্রমণের ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচনের লক্ষ্যে সমুদ্র শহর দিঘায় নির্মিত হচ্ছে আরেক কলিঙ্গ স্থাপত্য। শ্রীক্ষেত্রের আদলে ২১৩ ফুট উচ্চতার জগন্নাথ মন্দির নির্মাণের পরিকল্পনা ২০১৯ সালে। নির্মাণকারী সংস্থা হিডকোর তৈরি নকশা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২২- এর ৩ মে অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০০ কোটির ঘোষিত প্রকল্প। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*পুরানো ও নতুন দিঘার একেবারে মাঝামাঝি রেল স্টেশন লাগোয়া ভগীব্রহ্মপুর মৌজায় ২৫ একর জায়গার ওপর জগন্নাধ ধাম ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার সেই কাজ এখন প্রায় শেষের পথে। মন্দিরের চূড়া পর্যায়ের কাজ চলছে চূড়ান্ত গতিতে। সংগৃহীত ছবি।
advertisement
5/9
*দিঘা জগন্নাথ ধামকে ঘিরে সেজে উঠছে আশপাশের এলাকা। সামনের জলাভূমিকে (নয়ানজুলি) সংস্কার - করে পাড় বাঁধিয়ে দেওয়া হচ্ছে। ঝোপ, জঞ্জাল, কাঠের শ্মশান চুল্লি ইত্যাদি সরিয়ে প্রকৃতির শান্ত নিবিড় বাতাবরণ। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*ঝাউ, কাজুর সবুজ সমারোহ। তার মধ্যে বসার আসন পাতা হচ্ছে। আলো, জল, শৌচালয়, পাথরবাঁধানো রাস্তা ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে। মন্দির এলাকার মধ্যে শহরের মূল সড়ক প্রশস্ত হচ্ছে। দিঘা থানা চত্বর থেকে নতুন দিঘা পর্যন্ত রাস্তার দু'পাশের গাছ বাঁচিয়েই রাস্তা চড়া করা হচ্ছে। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*দিঘা থানা এবং দিঘা সামুদ্রিক জীব গবেষণা কেন্দ্রের মধ্যভাগে অবস্থান দিঘার আদি জগন্নাথ মন্দিরের। শুরুতে সেখানেই জগন্নাধ ধাম গড়ার পরিকল্পনা হয়েছিল। পরবর্তীতে উপযুক্ত এলাকা হিসেবে বেছে নেওয়া হয়েছিল ভগীব্রহ্মপুরের বালিয়াড়ি। তাহলেও পুরানো মন্দিরের অমর্যাদা হচ্ছে না একটুও। সেখানকার যাবতীয় পরিকাঠামগত উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। রথের সময় এই মন্দিরই হবে সহোদর ভাই-বোন-সহ জগন্নাথদেবের মাসিরবাড়ি। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের মূল পার্থক্য হল মূর্তির। পুরীতে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রার মূর্তি কাঠের তৈরি। কিন্তু দিঘায় পাথরের জগন্নাথ বলরাম ও সুভদ্রার মন্ত্রী পূজিত হবে মন্দিরে। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই দিঘায় গড়ে উঠছে জগন্নাথ ধাম। এমনকি পুরীর মন্দিরের মতই তৈরি করা হয়েছে চারটি প্রবেশ দ্বার। দিঘার এই জগন্নাথ মন্দির উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মতো। প্রতিবছর পুরীর মন্দিরে লক্ষ লক্ষ বাঙালি পুন্যার্থীরা হাজির হয়। আগামী দিনে দিঘার এই জগন্নাথ মন্দির ঘিরে দিঘায় ধর্মপ্রাণ পর্যটকের আগমন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২৫ সালের এপ্রিল মাসে এই মন্দির উদ্বোধন হতে চলেছে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: পুরীর থেকে কোথায় আলাদা দিঘার জগন্নাথ মন্দির! কিছুদিনেই খুলবে দরজা, উদ্বোধনের আগে জানুন খুঁটিনাটি