TRENDING:

Dharmaraj Puja Theme: দেখে দুর্গাপুজো, কালীপুজো মনে হলেও এ ধর্মরাজ পুজো! দেখলে ১০ বার ভাববেন, ছবিতে দেখে নিন থিমের চমক

Last Updated:
Dharmaraj Puja Theme: দুর্গাপুজো বা কালীপুজো নয়। এবার থিমের চমক ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে। চারদিন ধরে থিমের প্যান্ডেল ও আলোকসজ্জায় সু-সজ্জিত গোটা গ্রাম।
advertisement
1/5
দেখে দুর্গাপুজো, কালীপুজো মনে হলেও এ ধর্মরাজ পুজো! দেখলে ১০ বার ভাববেন, ছবিতে দেখে নিন থিম
দুর্গাপুজো বা কালীপুজো নয়। এবার থিমের চমক ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে। চারদিন ধরে থিমের প্যান্ডেল ও আলোকসজ্জায় সু-সজ্জিত গোটা গ্রাম। চারদিনের অকাল দুর্গাপুজোর উৎসবে মেতেছেন সকলেই।
advertisement
2/5
রামপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নলহাটি গ্রাম। ১২০০ লোকের বসবাস এই গ্রামে। কিন্তু গ্রামে প্রধান উৎসব গ্রামীণ ধর্মরাজ পুজো। আর সেই পুজোকে কেন্দ্র করেই লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে মন্ডপসজ্জা। যদিও মন্ডপের মধ্যেই আছে শিব দুর্গার প্রতিমা।
advertisement
3/5
গ্রামের বাসিন্দা সম্রাট ভট্টাচার্য জানিয়েছেন, এই গ্রামে চারদিনের ধর্মরাজ পুজোর উৎসবে মেতে ওঠেন সকলেই। থিমের চমক থাকে। একে ওপরকে টেক্কা দেওয়ার লড়াই থাকে। সেই লড়াই দেখার জন্য সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মত।
advertisement
4/5
কৃষ্ণনগরের আলোকসজ্জা, এছাড়াও থাকে থিম। কোথাও পরি, কোথাও প্যান্ডেলের চমক। যা মন কাড়ে দর্শকদের। ছোট্ট গ্রামে ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে আনন্দে সামিল হন সকলেই।
advertisement
5/5
ধর্মরাজের নিজস্ব কোন মূর্তি নেই। শিলাকেই দেবতা হিসেবে মান্য করা হয়। জনশ্রুতি আছে, বহু আগে গ্রামের শেষ সীমানায় আঁকড়া গাছের তলায় ধর্মরাজ অধিষ্ঠিত থাকতেন। ধর্মরাজ পুজোর সঙ্গে শিবের যোগসূত্র রয়েছে। কারণ মন্দিরে ধর্মরাজের সঙ্গে লৌহশলাকা যুক্ত একটি কাঠের পাটাতনকে রাখা হয় যা বাণেশ্বর নামে পরিচিত।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Dharmaraj Puja Theme: দেখে দুর্গাপুজো, কালীপুজো মনে হলেও এ ধর্মরাজ পুজো! দেখলে ১০ বার ভাববেন, ছবিতে দেখে নিন থিমের চমক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল