Cyclonic Circulation Update: সাগরে ঘনিয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, বাংলার ভাগ্যে কী নাচছে, রইল মেগা আপডেট
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Cyclonic Circulation Update: দিন দিন কমছে তাপমাত্রার পারদ, জানুন জেলা পুরুলিয়ার আপডেট!
advertisement
1/8

: চলতি বছরের রাজ্যে দেরিতে প্রবেশ করেছে শীত। ডিসেম্বরে শুরুতেই রীতিমত হাড় কাঁপানো ঠাণ্ডায় জুবুথুবু হয়ে গিয়েছে দক্ষিণের প্রায় সব জেলাগুলি। এরইমধ্যে ফের সাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত৷
advertisement
2/8
আইএমডি-র সর্বশেষ পূবাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম আরবসাগর এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অন্যদিকে বাংলাদেশের উপর রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত।
advertisement
3/8
ডিসেম্বরের মাঝামাঝি সময়তেই রীতিমত শীতে কাঁপছে দক্ষিণবঙ্গের মানুষ। দক্ষিণের পুরুলিয়া , বাঁকুড়া , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান , বীরভূম জেলাতে তীব্র ঠাণ্ডা পড়েছে। হাড় কাঁপানো ঠাণ্ডায় নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে দক্ষিণের মানুষের।
advertisement
4/8
ঝড় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে না দক্ষিণের কোনও জেলাতেই এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
5/8
অপরদিকে উত্তরের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকা ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। এরই পাশাপাশি ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তবে প্রবল দুর্যোগের সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেই জানা গিয়েছে।
advertisement
6/8
জেলা পুরুলিয়ার চিত্রটাও একই রকম। ডিসেম্বরের মধ্যলগ্নেই অনেকখানি কমে গিয়েছে তাপমাত্রার পারদ।
advertisement
7/8
এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। এই মুহূর্তেই আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই জেলায়। তাপমাত্রার পারদ আরও খানিকটা কমতে পারে জেলায় এমনটাই পূর্বাভাস মিলেছে।
advertisement
8/8
ডিসেম্বরের শুরুতে তীব্র শীত না পড়লেও ডিসেম্বরের মাঝামাঝি সময়তেই শীতের কাঁপছে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গের মানুষ। তীব্র ঠাণ্ডার কারণে সকাল সন্ধে দেখা যাচ্ছে মানুষকে আগুন পোহাতে। তবে শীতের আমেজ জমিয়ে উপভোগ করছে পুরুলিয়াবাসী। Input- Sharmistha Banerjee
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Cyclonic Circulation Update: সাগরে ঘনিয়েছে সাইক্লোনিক সার্কুলেশন, বাংলার ভাগ্যে কী নাচছে, রইল মেগা আপডেট