Crocodile Project: হাতের নাগালে দেখতে চান এই সরীসৃপকে! আসুন ভগবতপুর কুমির প্রকল্পে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
এই গরমে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। সেই সঙ্গে জঙ্গল ও পাখি দেখার আনন্দ উপভোগ করতে চান। তাহলে ঘুরে আসুন ভগবতপুর কুমির প্রকল্পে।
advertisement
1/6

এই গরমে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চান। সেই সঙ্গে জঙ্গল ও পাখি দেখার আনন্দ উপভোগ করতে চান। তাহলে ঘুরে আসুন ভগবতপুর কুমির প্রকল্পে।
advertisement
2/6
ভগবতপুর কুমির প্রকল্পের প্রথম সূচনা হয় ১৯৭৬ সালে। প্রথমে কুমীরের ডিম সংগ্রহ করা হয়েছিল। এরপর সেখানে কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে কুমির উৎপাদন করা হয়।
advertisement
3/6
তবে এই গরমে দুপুর বেলা আপনি কুমির নাও দেখতে পারেন। গরমের সময় কুমির জলের তলায় থাকতে ভালবাসে। তবে বিকালে কুমির অবশ্যই দেখতে পাবেন।
advertisement
4/6
বর্তমানে এই কুমির প্রকল্প থেকে কুমির উৎপাদন করে সুন্দরবনের একাধিক নোনাজলের নদী ও খাঁড়িতে ছাড়া হয়। সারাবছরই এই কুমির দেখতে সেখানে পর্যটকরা ভিড় করেন।
advertisement
5/6
এই কুমির প্রকল্পে আপনি জীবন্ত কুমির ছাড়াও দেখতে পাবেন, সংরক্ষিত মৃত কুমির, কুমিরের ডিম, বিভিন্ন পরিযায়ী পাখি, সুন্দরবনের একাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ।
advertisement
6/6
বর্তমানে কুমির প্রকল্প সংলগ্ন এলাকায় একাধিক খাবার দোকান তৈরী হয়েছে। তবে এই কুমির প্রকল্পে আপনি থাকতে পারবেনা। কুমির প্রকল্প দেখে ফিরে আসতে হবে আপনাকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Crocodile Project: হাতের নাগালে দেখতে চান এই সরীসৃপকে! আসুন ভগবতপুর কুমির প্রকল্পে