TRENDING:

ভাঙা জিনিসে গড়া চাঁদপুর নবোদয় সঙ্ঘের পুজোর থিম! অভিনব মণ্ডপ নজর কাড়বেই... যাবেন নাকি দেখতে?

Last Updated:
এবারের দুর্গোৎসবে চাঁদপুর নবোদয় সঙ্ঘের মণ্ডপ যে বিশেষভাবে নজর কেড়েছে, তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে উৎসাহ তুঙ্গে।
advertisement
1/6
ভাঙা জিনিসে গড়া চাঁদপুর নবোদয় সঙ্ঘের থিম! অভিনব মণ্ডপ নজর কাড়বেই! যাবেন নাকি দেখতে
দুর্গাপুজো মানেই মণ্ডপে মণ্ডপে থিমের প্রতিযোগিতা। কোথাও ইতিহাস, কোথাও সামাজিক বার্তা, আবার কোথাও অভিনব শিল্পকলা। এবারে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের চাঁদপুর নবোদয় সংঘ তাদের পুজোর থিম করেছে চেনা পুজো, অচেনা সৃষ্টি। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
2/6
মণ্ডপের রূপায়ণের দায়িত্বে রয়েছেন শিল্পী প্রেমচাঁদ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ফেলে দেওয়া ও ভাঙা জিনিস দিয়ে তৈরি হবে এবারের সাজসজ্জা। ব্যবহৃত হচ্ছে ভাঙা লোহার টুকরো, পুরনো পিতল, মোটরসাইকেলের ভাঙা যন্ত্রাংশ, সাইকেলের অংশ, কাসার সামগ্রীসহ নানা জিনিস। এগুলোর সৃজনশীল ব্যবহারে তৈরি হবে এমন এক মণ্ডপ, যা একেবারেই নতুন অভিজ্ঞতা দেবে দর্শকদের। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
3/6
প্রেমচাঁদের কথায়, 'ভাঙা-চোরা জিনিসও নতুন রূপে অনন্য হয়ে উঠতে পারে। সেই বার্তাই আমরা দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। এবারের সাজসজ্জা যে সকলের মন কেড়ে নেবে, তা নিয়ে আমি আশাবাদী। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
4/6
ফেলে দেওয়া জিনিস দিয়ে সৃষ্ট এই শিল্পকর্ম একদিকে যেমন দর্শকদের আকর্ষণ করবে, তেমনই পরিবেশবান্ধব বার্তাও পৌঁছে দেবে সমাজে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
5/6
এবারের দুর্গোৎসবে চাঁদপুর নবোদয় সঙ্ঘের মণ্ডপ যে বিশেষভাবে নজর কেড়েছে, তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে উৎসাহ তুঙ্গে। ( ছবি ও তথ্য মিজানুর রহমান )
advertisement
6/6
চাঁদপুর নবোদয় সংঘের অভিনব দুর্গাপুজো ভাঙা জিনিসে গড়ছে থিমের মন্ডপ, তেমনই পরিবেশবান্ধব বার্তাও পৌঁছে দেবে সমাজে। তাই এবারের দুর্গোৎসবে চাঁদপুর নবোদয় সংঘের মন্ডপ যে বিশেষভাবে নজর কেড়েছে, তা নিয়ে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে উৎসাহ তুঙ্গে।( ছবি ও তথ্য মিজানুর রহমান )
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ভাঙা জিনিসে গড়া চাঁদপুর নবোদয় সঙ্ঘের পুজোর থিম! অভিনব মণ্ডপ নজর কাড়বেই... যাবেন নাকি দেখতে?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল