Basanta Utsav: পড়াশুনোর একঘেয়েমি দূর! দেদার সেলফি, চুটিয়ে রঙ খেলল এই স্কুলের মেয়েরা, দেখুন ছবিতে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
রঙের উৎসব বসন্ত উৎসব। পরিবেশ যেমন রাঙা হয়, তেমনই এক অপকে রাঙিয়ে আনন্দে মেতে উঠে প্রত্যেকে।
advertisement
1/6

রঙের উৎসব বসন্ত উৎসব। পরিবেশ যেমন রাঙা হয়, তেমনই এক অপকে রাঙিয়ে আনন্দে মেতে উঠে প্রত্যেকে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। যার মধ্যে অন্যতম বসন্ত উৎসব।
advertisement
2/6
এবার স্কুল পড়ুয়াদের মধ্যে একঘেয়েমি পড়াশোনার বাইরে নিজেদের একটু মুক্তি দিতে বিদ্যালয়ে আয়োজিত হল বসন্ত উৎসব। সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং একে অপরকে আবিরে রাঙা করে এই দিনটিকে পালন করে।
advertisement
3/6
পশ্চিম মেদিনীপুরের বেলদার বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ আয়োজন হয় বসন্ত উৎসব। পরীক্ষার আবহে সকাল থেকে ছোট্ট অনুষ্ঠান ও রং খেলার মধ্য দিয়ে দিনটিকে পালন করে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। এদিন বন্ধু, সহপাঠীদের আবির রঙে রাঙা করে দিনটি উদযাপন করে পড়ুয়ারা।
advertisement
4/6
প্রসঙ্গত শীতের শেষে আসে বসন্ত। প্রকৃতিতে শাল, শিমুল এবং পলাশ বার্তা আনে বসন্তের। তেমনই পড়ুয়াদের মধ্যে পড়াশোনার বাইরে সামান্য আনন্দ উদযাপনে এই আয়োজন বিদ্যালয়ের। পড়াশোনার পাশাপাশি সৃজনশীল দিক ফুটে উঠে তাদের।
advertisement
5/6
বিদ্যালয়ের শিক্ষিকারা জানাচ্ছেন, বাঙালির বারো মাসে তেরো পার্বণের মতে অন্যতম উৎসব বসন্ত উৎসব। বিভিন্ন জায়গায় পালনের পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে এই উৎসবের আয়োজন করা হয়েছে। সংক্ষিপ্ত আয়োজনে হয়েছে নাচ গান এবং রং খেলা।
advertisement
6/6
স্বাভাবিকভাবে একঘেঁয়েমি পড়াশোনার পাশাপাশি পড়ুয়ারা বেশ আনন্দ উপভোগ করেছেন এই অনুষ্ঠানে। চলল দেদার সেলফি তোলা। এমন আয়োজনে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অভিভাবকেরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Basanta Utsav: পড়াশুনোর একঘেয়েমি দূর! দেদার সেলফি, চুটিয়ে রঙ খেলল এই স্কুলের মেয়েরা, দেখুন ছবিতে