Bankura News: কেউ ক্ষ্যাপা বাউল বলে ডাকেন আবার কারও চোখে তিনি বিতর্কিত চরিত্র, দেখুন বিশ্ববরেণ্য শিল্পীর বাড়ি...
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bankura News: বাঁকুড়া শহরের যোগিপাড়ায় রামকিঙ্কর ছিলেন এক জীবন শিল্পী।
advertisement
1/6

বাঁকুড়া শহরে রামকিঙ্কর বেইজের বাড়ি। কে ছিলেন রামকিঙ্কর বেইজ, সেটা জেনে নেওয়া যাক। বাঁকুড়া শহরের যোগিপাড়ায় রামকিঙ্কর ছিলেন এক জীবন শিল্পী।
advertisement
2/6
শিল্পের সাধক ছিলেন রামকিঙ্কর। তিনি হলেন আধুনিক ভারতীয় ভাস্কর্য শিল্পের রূপকার। চিত্রকলার এক পরিপূর্ণ দেবতা।
advertisement
3/6
কেউ ক্ষ্যাপা বাউল বলে ডাকেন আবার কারও চোখে তিনি একজন বিতর্কিত চরিত্র। আসলে তিনি হলেন এক অপার বিস্ময়। তিনি হলেন এক অসীম চর্চা।
advertisement
4/6
আকন্ঠ সুরা পান করে, এক অনন্য মানব সত্তার জন্ম দিতে পারতেন রামকিঙ্কর বেইজ। সেই স্বত্বাই তাঁকে নিয়ে যেত স্বপ্নের কল্পলোকে।
advertisement
5/6
রামকিঙ্করের জন্মভিটে পড়ে রয়েছে নিভৃতে। আজও সেই বাড়িতে রয়েছে প্রাণের সঞ্চার। তাঁর আদলেই এর সৃষ্টি করা যে শিল্প গুলি রয়েছে সেগুলি বাড়িতে গেলে দেখা যাবে চাক্ষুষ। বেশিরভাগই রয়েছে শান্তিনিকেতনে।
advertisement
6/6
বাড়িটা দেখলে মনে হবে না যে এত বড় মাপের একজন শিল্পীর পৈত্রিক বাড়ি এটি। আটপৌরে ভাঙাচোরা, তবে হেরিটেজ কমিশনের তরফ থেকে বসানো হয়েছে একটি ফলক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: কেউ ক্ষ্যাপা বাউল বলে ডাকেন আবার কারও চোখে তিনি বিতর্কিত চরিত্র, দেখুন বিশ্ববরেণ্য শিল্পীর বাড়ি...