Bankura News: মৌমাছিদের সঙ্গে সংসার! সহ্য করেন ৫০০ মৌমাছির কামড়, বাঁকুড়ার বিম্যান-কে চেনেন?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura News: বাঁকুড়ার 'বি ম্যান' অর্থাৎ মৌমাছি মানব! বছরের পর বছর ধরে অবাক করে আসছেন সবাইকে
advertisement
1/6

মৌমাছিকে ভয় পায় জঙ্গলের রাজা সিংহ। মৌমাছির তাণ্ডব দৌড়ে পালায় হাতি। তবে ভয় পান না বাঁকুড়ার সুখ মহম্মদ ওরফে মৌমাছি মানব।
advertisement
2/6
উল্টে মালার মত করে মৌচাকে ঢুকিয়ে দেন মাথা। এ যেন তাঁর কাছে একটা খেলা। মৌমাছির কামড়ে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায় সাধারণ মানুষের। তবে কিছুই হয়না সুখ মহম্মদের।
advertisement
3/6
সুখ মহম্মদ জানান, "দীর্ঘ দিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত থেকে এতটা আত্মবিশ্বাস এসেছে। আমি ৪০০ থেকে ৫০০ মৌমাছির কামড় সহ্য করতে পারি।"
advertisement
4/6
খেলার মত মনে হলেও যদি প্রায় ৫০ মৌমাছির কামড় খান মৌমাছি মানব। মৌমাছি নয় যেন মশা। নির্দ্বিধায় এক একটি হুল ছাড়িয়ে ফেলে দিতে থাকেন তিনি।
advertisement
5/6
বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা সুখ মহম্মদ এক দশকের বেশি সময় ধরে ভেঙে আসছেন মৌমাছির চাক। বাঁকুড়া ছাড়াও গোটা রাজ্যে তিনি ‘বিম্যান’ নামেই পরিচিত।
advertisement
6/6
মৌমাছির ভূমিকা অপরিসীম এবং মৌমাছির কারণেই হতে পারে কৃষির উন্নয়ন, বললেন বাঁকুড়ার সুখ মহম্মদ। এছাড়াও বাঁকুড়ার মধুর গুনগত মান এবং ঘনত্ব সবচেয়ে উৎকৃষ্ট বলেই জানিয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bankura News: মৌমাছিদের সঙ্গে সংসার! সহ্য করেন ৫০০ মৌমাছির কামড়, বাঁকুড়ার বিম্যান-কে চেনেন?