TRENDING:

Howrah News: সরস্বতীপুজোর বিরাট চমক! মাটি নয়, পাটকাঠি দিয়ে তৈরি হল প্রতিমা

Last Updated:
Saraswati Puja: প্রায় এক মাসের অক্লান্ত পরিশ্রমে ৫ ফুট উচ্চতার পাটকাঠির সরস্বতী প্রতিমা তৈরি করেছেন হাওড়ার এক চিত্রশিল্পী, প্রতিবছর সরস্বতী পুজো মানেই প্রতিমা তৈরিতে চমক, গত কয়েক বছর পরিবেশ বান্ধব জিনিসে প্রতিমা গড়ে তাক লাগাচ্ছেন শিল্পী কমলকান্তি জানা
advertisement
1/6
সরস্বতীপুজোর বিরাট চমক! মাটি নয়, পাটকাঠি দিয়ে তৈরি হল প্রতিমা
সরস্বতী পুজোর আগে পরিবেশ বান্ধব পাটকাঠি দিয়ে মূর্তি গড়ে তাক লাগিয়ে দিলেন শ্যামপুরের এক চিত্রশিল্পী।
advertisement
2/6
সরস্বতী পুজো মানে প্রতিমা তৈরিতে চমক এখানে।প্রায় প্রতি বছরই সরস্বতী পুজোর আগে বিভিন্ন প্রকার পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে মূর্তি গড়েন এই শিল্পী। কখনও কাগজ, কখনও পাটের দড়ি, তো কখনও আবার বেত। সরস্বতী পুজোর আগে থেকেই আগ্রহ বাড়ে এবার প্রতিমা কিসের তৈরি হচ্ছে।
advertisement
3/6
এবার শিল্পী তৈরি করেছেন প্যাকাটি বা পাটকাঠির মূর্তি। সরস্বতী পুজোর প্রাক্কালে পাটকাঠীকে শৈল্পিক কৌশলে টুকরো টুকরো করে কেটে আঠা দিয়ে পর্যায়ক্রমে জুড়ে বানিয়ে ফেলেছেন আস্ত একটা সরস্বতী মূর্তি।
advertisement
4/6
শ্যামপুরের ১নং ব্লকের অন্তর্গত কমলপুরের কোটরার বাসিন্দা শিল্পী কমল কান্তি জানা, তিনি জানান, পুজোর দিন তাঁর  বাড়িতে এই মূর্তিই পূজিত হবে। পুজোর পরও বাড়িতেই রাখা থাকবে মূর্তিটি।পেশায় চিত্র শিল্পী ও অঙ্কন শিক্ষক হওয়ার সুবাদে বাড়িটিকে বানিয়ে তুলেছেন একটা মস্ত আর্ট গ্যালারি।
advertisement
5/6
এই মূর্তি প্রসঙ্গে শিল্পি কমলকান্তি জানা বলেন "মূর্তিটির উচ্চতা ৫ফুট ।মূর্তিটি বানাতে সময় লেগেছে আনুমানিক এক মাস।এবং সব মিলিয়ে  মূর্তিটি বানাতে খরচ হয়েছে  হয়েছে প্রায় ৯০০ টাকার মত।
advertisement
6/6
শিল্পী আরও জানান দেবীর বাহন হাঁস-সহ সম্পূর্ন মূর্তিটি টুকরো টুকরো পাঠকাঠি বিভিন্ন আকারে কেটে আঠা দিয়ে জুড়ে তৈরি করা হয়েছে। দেবীর গহনা তৈরিতে আমাকে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমারই ছাত্র রাজু, পল্লব, সায়ন, সুমনরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Howrah News: সরস্বতীপুজোর বিরাট চমক! মাটি নয়, পাটকাঠি দিয়ে তৈরি হল প্রতিমা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল