TRENDING:

Mangrove Day| South24Paraganas News: বিশ্ব ম‍্যানগ্রোভ দিবসে ম‍্যানগ্রোভ রক্ষার শপথ নিল দক্ষিণ ২৪ পরগণা

Last Updated:
এই বিস্তীর্ণ ম‍্যানগ্রোভের জাল আয়লা, ফণী, ইয়াস সহ একাধিক সামুদ্রিক ঝড়ের হাত থেকে রক্ষা করেছে জীবকূলকে। আর সেজন্য ম‍্যানগ্রোভ রক্ষা করার প্রয়োজনীয়তা বেড়েছে দিনের পর দিন।
advertisement
1/9
বিশ্ব ম‍্যানগ্রোভ দিবসে ম‍্যানগ্রোভ রক্ষার শপথ নিল দক্ষিণ ২৪ পরগণা
সুন্দরবন যার নামের সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের সর্ববৃহৎ ম‍্যানগ্রোভ বণভূমির তকমা। ভারত ও বাংলাদেশ মিলে প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার জায়গাজুড়ে অবস্থিত এই ম‍্যানগ্রোভ বণভূমির জঙ্গল। (প্রতিবেদক : নবাব মল্লিক)
advertisement
2/9
এই বিস্তীর্ণ ম‍্যানগ্রোভের জাল আয়লা, ফণী, ইয়াস সহ একাধিক সামুদ্রিক ঝড়ের হাত থেকে রক্ষা করেছে জীবকূলকে। আর সেজন্য ম‍্যানগ্রোভ রক্ষা করার প্রয়োজনীয়তা বেড়েছে দিনের পর দিন।
advertisement
3/9
২৬ শে জুলাই বিশ্ব জুড়ে পালিত হয় বিশ্ব ম‍্যানগ্রোভ দিবস। সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ ২৪ পরগণা জেলার মধ‍্যে পড়ায় এই জেলায় উৎসবের মেজাজে পালিত হচ্ছে এই দিন।
advertisement
4/9
এই বিশ্ব ম‍্যানগ্রোভ দিবসের মূল অনুষ্ঠান মঙ্গলবার পালিত হচ্ছে হবে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন‍্যান‍্য বিশিষ্ট ব‍্যক্তিরা।
advertisement
5/9
এছাড়াও জেলার সুন্দরবন লাগোয়া কুলতলি, ক‍্যানিং, বাসন্তি, পাথরপ্রতিমা, মথুরাপুর ২, নামখানা সহ একাধিক ব্লকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ‍্যমে পালিত হচ্ছে এই দিনটি।
advertisement
6/9
জেলা প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলায় সাড়ে চার হাজার হেক্টর জমিতে ১২ কোটি ম্যানগ্রোভের চারা লাগানো হয়েছে। চলতি বছরে আরও ২ কোটি চারা লাগানো হবে। জেলায় ম্যানগ্রোভের চারা তেরীর জন্য তিরিশটিরও বেশী নার্সারি তৈরী করা হয়েছে।
advertisement
7/9
মহিলা স্বনির্ভর দলের সদস্যরা বীজ সংগ্রহ থেকে চারা গাছ তৈরি করছেন। পরবর্তী সময়ে একশ দিনের কাজের প্রকল্পে বন দফতর, পঞ্চায়েতের যৌথ উদ্যোগে ম্যানগ্রোভ রোপনের কাজ করা হয়েছে। চলতি বছর থেকে সুন্দরবনের স্কুলের পড়ুয়াদেরও ম্যানগ্রোভ পরিচর্যা ও রক্ষার দায়িত্ব দেওয়া হচ্ছে।
advertisement
8/9
ইতিমধ্যে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রশিক্ষণ দিয়েছে জেলা বনদপ্তর। প্রতিটি স্কুল থেকে টিম লিডার তৈরী করে দেওয়া হয়েছে। ম্যানগ্রোভ রক্ষার জন্য বিশেষ দল তৈরী করা হয়েছে।
advertisement
9/9
এই পড়ুয়ারা তাদের পরিবারের সদস্যদের ম্যানগ্রোভ নিয়ে সচেতন করবে। সবমিলিয়ে মঙ্গলবার বিশ্ব ম‍্যানগ্রোভ দিবসে সুন্দরবন জুড়ে চলছে উৎসবের মেজাজ।
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Mangrove Day| South24Paraganas News: বিশ্ব ম‍্যানগ্রোভ দিবসে ম‍্যানগ্রোভ রক্ষার শপথ নিল দক্ষিণ ২৪ পরগণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল