Gangasagar Mela 2026: লাইট বাবার পর এবার নেটপাড়ায় ‘ত্রিশূল বাবা’র রাজত্ব! হাতে খাঁটি রুপোর অস্ত্র, সাধুকে দেখতে গঙ্গাসাগরে হুলস্থুল কাণ্ড
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Gangasagar Mela 2026: গঙ্গাসাগর মেলায় নানা প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীদের ভিড়ের মধ্যেও ত্রিশূল বাবার উপস্থিতি বিশেষ আকর্ষণ।
advertisement
1/6

গঙ্গাসাগরের ত্রিশূল বাবা গঙ্গাসাগর মেলার এক পরিচিত ও আলোচিত সাধু চরিত্র। মকর সংক্রান্তির সময় গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ের মধ্যেই আলাদা করে নজর কাড়েন তিনি। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
এই ত্রিশূল বাবার হাতে যে ত্রিশূলটি আছে, সেটির ওজন প্রায় ৮ কেজি। যার উচ্চতা ৮ ফুট এবং পুরোটাই চাঁদি দিয়ে তৈরি। এই ত্রিশূলটি বাবাকে এক ভক্ত তাঁকে দান করেছিলেন।
advertisement
3/6
সারা শরীরে ভস্ম মেখে, হাতে বিশাল ত্রিশূল নিয়ে ত্রিশূল বাবা দাঁড়িয়ে থাকেন গঙ্গাসাগরের বেলাভূমিতে। এই দৃশ্য বহু পুণ্যার্থীর কাছে বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক। লোককথা অনুযায়ী, ত্রিশূল বাবা বহু বছর ধরে কঠোর তপস্যা ও সাধনায় ব্রতী।
advertisement
4/6
কনকনে শীত, প্রবল ভিড় কিংবা প্রতিকূল আবহাওয়া কিছুই তাঁর সাধনায় বাধা হতে পারে না। অনেক পুণ্যার্থী বিশ্বাস করেন, ত্রিশূল বাবার দর্শন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের দুঃখ-কষ্ট দূর হয়। তাই স্নান শেষে অসংখ্য মানুষ তাঁর কাছে আশীর্বাদ নিতে ভিড় জমান।
advertisement
5/6
গঙ্গাসাগর মেলায় নানা প্রান্ত থেকে আসা সাধু-সন্ন্যাসীদের ভিড়ের মধ্যেও ত্রিশূল বাবার উপস্থিতি আলাদা গুরুত্ব বহন করে। তাঁর নির্লিপ্ত জীবনযাপন, কঠোর তপস্যা এবং প্রতীকী ত্রিশূল যেন শিবভক্তিরই এক জীবন্ত রূপ।
advertisement
6/6
প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিও ভিড় নিয়ন্ত্রণে সতর্ক থাকে, কারণ ত্রিশূল বাবাকে ঘিরে পুণ্যার্থীদের উৎসাহ সবসময়ই চোখে পড়ার মতো। গঙ্গাসাগর মেলা যেমন বিশ্বাস ও সংস্কৃতির মিলনক্ষেত্র, তেমনই ত্রিশূল বাবা সেই বিশ্বাসের এক জীবন্ত প্রতীক হয়ে প্রতি বছর ফিরে আসেন সাগরতটে। (তথ্য ও ছবি - সুমন সাহা)
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela 2026: লাইট বাবার পর এবার নেটপাড়ায় ‘ত্রিশূল বাবা’র রাজত্ব! হাতে খাঁটি রুপোর অস্ত্র, সাধুকে দেখতে গঙ্গাসাগরে হুলস্থুল কাণ্ড