Durga Puja 2023: পনেরো ফুটের দুর্গার মাথায় রুপোর মুকুট! মণ্ডপেও আছে বড় চমক
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের ৮০তম বছরের পুজো। তাদের এবছরের থিম আশিতে সাবিকি আনা ষোল আনাই বাঙালিয়ানা
advertisement
1/5

এ যেন এক জমিদার বাড়ি। তবে আপনাকে এই মন্ডপে আসলে মনে হবে যেন কোন এক জমিদার বাড়িতে আপনি প্রবেশ করেছেন।
advertisement
2/5
জমিদার বাড়ির সেই বড় বড় দরজা জানালা কড়ি বর্গা সবই ফুটে উঠেছে এই মন্ডপ জুড়ে। প্যান্ডেল নাকি আসল জমিদার বাড়ি তা একবার চোখের দেখা না দেখলে বিশ্বাস হবে না।
advertisement
3/5
জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের ৮০তম বছরের পুজো। তাদের এবছরের থিম আশিতে সাবিকি আনা ষোল আনাই বাঙালিয়ানা।
advertisement
4/5
দক্ষিণ বারাসাত অঞ্চলের ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘেই প্রথম বারোয়ারি পুজোর শুরু হয় সেই সময়ে বাকি সব পুজো হতো জমিদারদের।
advertisement
5/5
জমিদার বাড়ির মণ্ডপের মানানসই করে থাকছে পনেরো ফুটের দুর্গার মাথায় রুপোর মুকুট।
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2023: পনেরো ফুটের দুর্গার মাথায় রুপোর মুকুট! মণ্ডপেও আছে বড় চমক