Durga Puja Carnival: ছৌ নাচ থেকে আদিবাসী নৃত্য, দুর্গাপুজোর কার্নিভালে রঙিন রাজপথ
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Durga Puja Carnival: দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজো কার্নিভালে উঠে এল গোটা দেশের ছবি। দক্ষিণ ভারতীয় নৃত্য থেকে শুরু করে, গারবা নৃত্য, ছৌ নাচ থেকে শুরু করে আদিবাসী নৃত্যতে রঙিন হয়েছে রাজপথ।
advertisement
1/6

দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজো কার্নিভালে উঠে এল গোটা দেশের ছবি। দক্ষিণ ভারতীয় নৃত্য থেকে গারবা নৃত্য, ছৌ নাচ থেকে শুরু করে আদিবাসী নৃত্যতে রঙিন হয়েছে রাজপথ।
advertisement
2/6
এই কার্নিভালে অংশ নিয়েছিল জেলার সেরা পুজো কমিটিগুলি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। ছিল লাইট শোয়ের ব্যবস্থাও।
advertisement
3/6
বারুইপুরে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ডিএম সুমিত গুপ্তা। এছাড়াও জেলার বাকি কার্নিভালগুলিতেও বিশিষ্ট উজ্বল ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়কগণ।
advertisement
4/6
বিসর্জনের সুরের মাঝে ঢাকের বোল, মহিষাসুর বধ থেকে শুরু করে মায়ের ঘরে ফেরা সহ একাধিক চিত্র তুলে ধরা হয়েছে এই কার্নিভালে।
advertisement
5/6
কার্নিভালে মায়ের প্রতিমা থেকে সামাজিক বিভিন্ন বার্তা সমস্ত কিছু দেখেছে সাধারন মানুষজন। কার্নিভাল দেখতে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেছিলেন সেখানে।
advertisement
6/6
প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষ থেকে শুরু করে শহরতলি সকলেই অংশ নিয়েছিলেন এই কার্নিভালে। জেলা প্রশাসনের উদ্যোগে কার্নিভালকে সেরা কার্নিভাল হিসাবে উপস্থাপন করায় খুশি সাধারণ মানুষজন।
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja Carnival: ছৌ নাচ থেকে আদিবাসী নৃত্য, দুর্গাপুজোর কার্নিভালে রঙিন রাজপথ