TRENDING:

Siliguri News : দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি স্মরণীয় করে রাখতে অন্নপূর্ণা বেস ক্যাম্পে ৮ পর্বতারোহী

Last Updated:
Siliguri News : দুর্গাপূজার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ির নর্থ বেঙ্গল এক্সপ্লোরারস ক্লাবের ৮ জন সদস্যের পর্বতারোহী দল, শিলিগুড়ি থেকে নেপালের মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছলেন।
advertisement
1/6
দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি স্মরণীয় করতে অন্নপূর্ণা বেস ক্যাম্পে ৮ পর্বতারোহী
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর সেই দুর্গাপুজোর ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়ির নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্সক্লাবের ৮ জন সদস্যের পর্বতারোহী একটি দল গত ১ অক্টোবর ২০২২ বিকেলে শিলিগুড়ি থেকে নেপালের মাউন্ট অন্নপূর্ণা বেস ক্যাম্পের (৪১৩০ মিটার) উদেশ্যে রওনা হয়। ( লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
2/6
দলের সদস্যরা ছিলেন শঙ্কু বিশ্বাস (দলপতি), শুভজিত ভদ্র, মাম্পী সরকার(বিশ্বাস), রণবীর সরকার, শুভেন্দু ভট্টাচার্য, অভিজ্যোতি পাল, রাজীব বসাক, শাশ্বতী পাল। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্রেকগুলির মধ্যে একটি। এটি আক্ষরিক অর্থে আপনাকে আট-হাজারি পর্বতারোহণের মুখোমুখি করে তোলে। একটি মাঝারি-কঠিন ট্রেকের জন্য, এটি অবিশ্বাস্য!( লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
3/6
অন্নপূর্ণা রেঞ্জ বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্তর্ভুক্ত করে। এই অন্নপূর্ণা (৮,০৯১ মিটার) পর্বতারোহীদের জন্য প্রায় মারাত্মক আকর্ষণ রয়েছে। আট-হাজারায় পর্বতারোহণের মধ্যে এটির মৃত্যুর অনুপাত সর্বোচ্চ। এখানে এ বি সি ট্র্যাক, মনমুগ্ধকর বরফে ঢাকা পাহাড় ছাড়াও পর্বতপ্রেমীদের জন্য বেশ কিছু দৃষ্টি আকর্ষণের জায়গা রয়েছে।( লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
4/6
প্রথম দিকে আবহাওয়া অনুকূল থাকলেও তিন নম্বর দিন থেকে নেমে আসে নানান দুর্যোগ। ঝড় বৃষ্টি এর মধ্যে দিয়ে যদিও বা এগিয়ে যাওয়া যাচ্ছিল, কিন্তু ওপরে কিছু glaciar ব্লাস্ট করাতে কিছু নদী ও ঝোরা পার করা দুঃসাধ্য হয়ে ওঠে।( লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
5/6
প্রচুর দেশের নানান পর্বতারোহী দল মাচাপুচুরে বেস ক্যাম্প এর আগের থেকেই অভিযান বাতিল করে নিচে নেমে গেলেও, শিলিগুড়ির এই কয়েকজন যুবক যুবতী এর মনোবল হারায়নি।( লেখা ও ছবি: অনির্বাণ রায়) সমস্ত দুর্যোগ মাথায় নিয়ে -
advertisement
6/6
সমস্ত দুর্যোগ মাথায় নিয়ে -৭° সেলসিয়াস তাপমাত্রায় ঝড়ো হাওয়া, বৃষ্টি, ৩-৪ ফুট বরফের মধ্যে দিয়ে দলের সকল সদস্যই এগিয়ে চলে অন্নপূর্ণা বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ৬ তারিখ বিকেল ৫:০০ টায় বেস ক্যাম্পে পৌঁছয়। ক্লাব সূত্রে জানা গিয়েছে দলের সকল সদস্য সুস্থ রয়েছেন ও তারা আগামী ১১ তারিখ সকাল ৯ টায় শিলিগুড়ি পৌঁছবেন। ( লেখা ও ছবি: অনির্বাণ রায়)
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Siliguri News : দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি স্মরণীয় করে রাখতে অন্নপূর্ণা বেস ক্যাম্পে ৮ পর্বতারোহী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল