Siliguri Weather I Heavy rain Alert: দার্জিলিঙে চরম দুর্যোগ! ঝড়-শিলাবৃষ্টিতে তছনছ পাহাড়-তরাই, সতর্কতা হাওয়া অফিসের!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
আগামী তিনদিনের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গের কিছু এলাকার সঙ্গে শিলিগুড়িতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
advertisement
1/6

একদিন বিরতির পর ফের বৃষ্টি হল শিলিগুড়ি মহকুমাজুড়ে। সঙ্গে কোথাও কোথাও আছড়ে পড়ল শিল। এমন পরিস্থিতিতে আগামী তিনদিনের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গের কিছু এলাকার সঙ্গে শিলিগুড়িতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
2/6
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাতে ঝড়-বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন জায়গায় গাছ পড়ে জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয় এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। সুকনা থেকে রংটং, তিনধারিয়া-সহ বিভিন্ন জায়গায় গাছ পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
3/6
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাতে ঝড়-বৃষ্টিতে পাহাড়ের বিভিন্ন জায়গায় গাছ পড়ে জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয় এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। সুকনা থেকে রংটং, তিনধারিয়া-সহ বিভিন্ন জায়গায় গাছ পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
4/6
আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, ‘‘বঙ্গোপসাগরের ওপর বিপরীতধর্মী দুটি ঘূর্ণাবর্তের মিলনের জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ অনেক ক্ষেত্রেই বিপদ ডেকে আনে। যার জন্য সতর্কতা জারি করা হয়েছে।’’ (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
5/6
আগামী চারদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে বলে আবহাওয়াবিদদের অনুমান। রবি এবং সোমবার শিলিগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
6/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে টানা তিনদিন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। (রিপোর্টার: অনির্বাণ রায়)