Darjeeling Weather Update: দাঁতে দাঁত লাগানো ঠান্ডা দার্জিলিংয়ে, তাপমাত্রা হিমাঙ্কের নীচে! ছবি দেখলেই ঠান্ডা লাগছে যেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Darjeeling Weather Update: দার্জিলিংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে। কিন্তু তুষারকণা দেখা মিলল না শৈল রানিতে। এ যেন এক অচেনা পাহাড়।
advertisement
1/7

দার্জিলিংয়ের তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে। কিন্তু তুষারকণা দেখা মিলছে না পাহাড়ের রানিতে। এ যেন এক অচেনা পাহাড়। রোদ উঠলেও রোদের তেজ তেমন নেই। কিন্তু কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে। (ছবি ও তথ্য-- অনির্বাণ রায়)
advertisement
2/7
তবে রাত হতে না হতেই কুয়াশায় মুড়ে যাচ্ছে সমতলের প্রত্যেকটি এলাকা। কুয়াশার দাপট থাকছে সকাল পর্যন্ত। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রার পতন। ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গবাসী।
advertisement
3/7
আবহাওয়া দফতর সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, 'উত্তরের আকাশ থেকে মেঘ সরে যেতেই সূর্যের দেখা মিলছে এবং তাপ বিকিরণের জেরে রাতের তাপমাত্রা কমছে।' বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে, জানাচ্ছেন তিনি।
advertisement
4/7
এখন বিরামহীন তুষারপাত হচ্ছে সিকিমে। কিন্তু তুষারের দেখা মিলছে না সান্দাকফু, ফালুট, টাইগার হিলের মতো উঁচু এলাকাতেও। এমনকী বুধবার ম্যাল সংলগ্ন রাজভবন এলাকায় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল মাইনাস (-১) ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিক ভাবেই টাইগার হিলের মতো জায়গাগুলিতে তাপমাত্রার পতন ঘটেছে আরও।
advertisement
5/7
তবে আবহাওয়াবিদদের কথায়, শুধু তাপমাত্রা মাইনাস ডিগ্রিতে পৌঁছলেই হবে না, তুষারের জন্য চাই প্রয়োজনীয় জলীয় বাষ্প বা আর্দ্রতা। যার অভাবেই দার্জিলিংয়ে এখন তুষারপাত হচ্ছে না।
advertisement
6/7
গোপীনাথ রাহা জানান, বাতাসে আর্দ্রতার পরিমাণ কম রয়েছে। ফলে তুষারপাতের জন্য ফরমেশন দরকার, তা হচ্ছে না। এখনও দার্জিলিংয়ে ফ্রিজিং লেভেল অনেকটা উপরে রয়েছে। বৃহস্পতিবার থেকে তা আরও উপরে অবস্থান করবে, আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনই।
advertisement
7/7
দার্জিলিংয়ের মতো হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে সমতলেও। পারদ পতনে তো এদিন রীতিমতো লড়াই করেছে কোচবিহার ও জলপাইগুড়ি। কুয়াশার সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট এই দুই জেলা-সহ উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। কুয়াশার দাপট আরও কিছুদিন থাকবে। (ছবি ও তথ্য-- অনির্বাণ রায়)