TRENDING:

Darjeeling Weather|| পাহাড়ের শীত নামছে সমতলেও, তুষারপাতের সম্ভাবনা শৈলশহরে? জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস

Last Updated:
Darjeeling Weather Forecast: শীতের প্রকোপ আরও কিছুদিন চলবে। দার্জিলিং পাহাড়ে আপাতত তুষারপাতের যে কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। তবে মাঘ মাসের শুরুতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায়।
advertisement
1/6
পাহাড়ের শীত নামছে সমতলে, তুষারপাতের সম্ভাবনা শৈলশহরে? জানুন হাওয়া অফিসের আপডেট
*পাহাড় এবং সমতলের মধ্যে পার্থক্যের সীমারেখা যেন টেনে দিয়েছে প্রকৃতিও। আবহাওয়াবিদদের ভাষায়, দক্ষিণ-পশ্চিম ভারতের শৈত্যপ্রবাহের পরোক্ষ প্রভাব পড়েছে সমতল উত্তরবঙ্গেও। প্রতীকী ছবি।
advertisement
2/6
*দক্ষিণ-পশ্চিম ভারত থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে কুয়াশা। পশ্চিমী ঝঞ্ঝার অভাবে কুয়াশা উপরে উঠতে না পারায় পাহাড় সাতসকালেই সূর্যের তেজে উজ্জ্বল হয়ে উঠছে। প্রতীকী ছবি। 
advertisement
3/6
*পাহাড়-সমতলে তাপমাত্রায় বদল ঘটেছে অনেকটাই। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস । দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস।  প্রতীকী ছবি।
advertisement
4/6
*পাহাড়ের এবং সমতলের এই পার্থক্য কেন? আবহাওয়াবিদদের কথায়, সকালে কুয়াশা থাকলেও সমতলেও রয়েছে মেঘমুক্ত আকাশ। ফলে দিনের তাপমাত্রা বাড়তে বেশি সময় লাগছে না। রাতের বেলা তাপ বিকিরণ হচ্ছে ভূ-পৃষ্ঠ থেকে। কোনও বাধা না পেয়ে তা বায়ুমণ্ডলের নীচু স্তর পেরিয়ে যাচ্ছে। ফলে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেকটা কমছে। প্রতীকী ছবি। 
advertisement
5/6
*পাহাড়ে স্থানীয় স্তরে যেহেতু সন্ধ্যের পর কিছু মেঘের সৃষ্টি হচ্ছে, তাই বাধা পাচ্ছে তাপ বিকিরণ । সবমিলিয়ে তাই পাহাড়ের জাঁকিয়ে শীত এখন সমতলেও। প্রতীকী ছবি। 
advertisement
6/6
*কিন্তু এমনটা চলবে কতদিন? আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে । তবে বুধবার থেকে দিন যত এগোবে, ততই কুয়াশা হালকা হবে। তবে শীতের প্রকোপ আরও কিছুদিন চলবে। দার্জিলিং পাহাড়ে আপাতত তুষারপাতের যে কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। তবে মাঘ মাসের শুরুতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায়।' প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Darjeeling Weather|| পাহাড়ের শীত নামছে সমতলেও, তুষারপাতের সম্ভাবনা শৈলশহরে? জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল