TRENDING:

Siliguri News : চন্দননগরের ঐতিহাসিক জাহাজের দুর্গাপুজো এবার শিলিগুড়ির জেটিএসের মণ্ডপে

Last Updated:
জাতীয় তরুণ সংঘ ক্লাবের এবারে ৫৫ তম বর্ষ। তারা এবার ঐতিহাসিক চন্দননগরের জাহাজের দুর্গা পুজোকে তুলে ধরার চেষ্টা করেছেন।
advertisement
1/5
চন্দননগরের ঐতিহাসিক জাহাজের দুর্গাপুজো এবার শিলিগুড়ির জেটিএসের মণ্ডপে
শিলিগুড়ির অন্যতম দুর্গাপুজো গুলোর মধ্যে জাতীয় তরুণ সংঘ ক্লাব। জাতীয় তরুণ সংঘ ক্লাবের এবারে ৫৫ তম বর্ষ। তারা এবার ঐতিহাসিক চন্দননগরের জাহাজের দুর্গা পুজোকে তুলে ধরার চেষ্টা করেছেন। (অনির্বাণ রায়)
advertisement
2/5
১৯২৩ সালে ফরাসিরা যখন ব্যবসা-বাণিজ্য করত জলপথে। ঠিক সেই সময় ফরাসীদের এবং বাঙালীদের উদ্যোগে জলপথে জাহাজেই পুজো করা হয়েছিল দেবী দুর্গার।সম্পূর্ণরূপেই পরিবেশবান্ধব জিনিস দিয়েই তৈরি হয়েছে তাদের মণ্ডপ।
advertisement
3/5
কোনও রকম থার্মোকল বা যেই দ্রব্যগুলি পরিবেশের জন্য ক্ষতি করে সেই সমস্ত কোনদিনও কোন জিনিসই ব্যবহার করা হয়নি। অ্যালুমিনিয়াম ও কিছু পিতলের জিনিস কাঠ ক্লাই এসবই ব্যবহৃত হয়েছে মণ্ডপ সজ্জার কাজে।
advertisement
4/5
জাতীয় তরুণ সংঘ ক্লাবের মূর্তি বানিয়েছেন মেদিনীপুরের শিল্পীরা এবং আলোক সজ্জায় রয়েছে চন্দননগরের শিল্পীরা।জেটিএস ক্লাবের আলোকসজ্জা বরাবরই নজর করে শিলিগুড়ির এ বছরও তা বজায় থাকবে।
advertisement
5/5
করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে এবার অনেকটা স্বাভাবিক ছন্দে শিলিগুড়ির দূর্গাপুজো গুলি। জাতীয় তরুণ সংঘের ক্লাব কর্তৃপক্ষ এবার আশাবাদী দর্শকের ভিড় এবার তাদের মণ্ডপ ছেয়ে যাবে।
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Siliguri News : চন্দননগরের ঐতিহাসিক জাহাজের দুর্গাপুজো এবার শিলিগুড়ির জেটিএসের মণ্ডপে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল