TRENDING:

Arijit Singh in Siliguri: অরিজিতের কনসার্টে কমল হাজার হাজার দর্শকাসন! শিলিগুড়ির শো-এর টিকিট পাবেন কোথায়

Last Updated:
Arijit Singh in Siliguri: ৩ মার্চ থেকেই কনসার্টের টিকিট অনলাইনে মিলবে। প্রায় ১৪ হাজার টিকিটের ব্যবস্থা করা হয়েছে আয়োজক সংস্থার তরফে। টিকিটের সঙ্গেই থাকবে পার্কিং টিকিট।
advertisement
1/7
অরিজিতের কনসার্টে কমল হাজার হাজার দর্শকাসন! শিলিগুড়ির শো-এর টিকিট পাবেন কোথায়
অবশেষে শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট। আর অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্টকে ঘিরে কেবল উত্তরবঙ্গ নয়, গোটা রাজ্য-সহ সিকিমেও তুমুল উন্মাদনা শুরু হয়েছে। আগামী ৪ এপ্রিল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হবে অরিজিতের শো। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
2/7
এক মাস পরে হলেও এখন থেকেই দর্শক আর অনুরাগীদের মধ্যে উন্মাদনার তুঙ্গে। শহরের প্রাণকেন্দ্রে ওই অনুষ্ঠান আয়োজিত হওয়ার কারণে পুলিশ ও প্রশাসনের মধ্যেও প্রস্তুতি এখন থেকেই শুরু। সুরের রাজার গলায় গান শুনতে এখন থেকেই টিকিটের খোঁজ শুরু করেছেন অনুরাগীরা। বুক মাই শো থেকে অনলাইনে একমাত্র পাওয়া যাবে ওই অনুষ্ঠানের টিকিট। তবে শহরের বাইরে অনুরাগীদের জন্য কাউন্টার করার কথা ভাবছে আয়োজকরা৷ (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
3/7
প্রথমে ১ এপ্রিল ওই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও ইংরেজি মাধ্যমের বোর্ডের পরীক্ষা থাকায় সেই অনুষ্ঠান পিছানো হয়। ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ওই অনুষ্ঠান। সাড়ে ৩ ঘণ্টা চলার কথা রয়েছে। শিলিগুড়ির পর অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়ে যাবেন অরিজিৎ। সেখানে তিনটি শো করার কথা রয়েছে তাঁর। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
4/7
তবে টিকিট নিয়ে যাতে দর্শকরা কোনও রকম ফাঁদে পা না দেন, সেই বিষয়টি নিয়ে সচেতন করেছে আয়োজকরা। টিকিটের ক্লাসিফিকেশন থাকছে। সেগুলি হল সোফা, ডায়মন্ড, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। বুধবার সাংবাদিক সম্মেলন করে আয়োজক সংস্থার তরফে বিস্তৃত জানানো হয়। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জয়ন্ত মল্লিক, বনি ঘোষ, শঙ্খব্রত বাগচী, দেবাংশু পাল চৌধুরী। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
5/7
আয়োজক সংস্থার ডিএস এন্টারটেইনমেন্ট-এর তরফে দেবাংশু পাল চৌধুরী জানিয়েছেন, ৩ মার্চ থেকেই কনসার্টের টিকিট অনলাইনে মিলবে। প্রায় ১৪ হাজার টিকিটের ব্যবস্থা করা হয়েছে আয়োজক সংস্থার তরফে। টিকিটের সঙ্গেই থাকবে পার্কিং টিকিট। প্রশাসনের তরফে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গ্যালারি ব্যবহারের অনুমতি না মেলায় কিছুটা হলেও হতাশ আয়োজকরা। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
6/7
গ্যালারি না মেলার ফলে প্রায় ১২ হাজার দর্শক কমে গিয়েছে। যার ফলে কিছুটা হলেও টিকিটের মূল্য বাড়াতে বাধ্য হয়েছেন আয়োজকরা। তবে অনুষ্ঠানের ফলে স্টেডিয়ামের ময়দানের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকটি নিশ্চিত করা হয়েছে আয়োজকদের তরফে। ব্যবহার করা হবে মোজো ব্যারিকেড। অনুষ্ঠানের জন্য বিকেল ৫ টায় গেট খুলে দেওয়া হবে। (রিপোর্টার: অনির্বাণ রায়)
advertisement
7/7
অতিরিক্ত সাউন্ড সিস্টেমের জন্য খুদেদের আনতে মানা করা হয়েছে। তবে ৫ বছরের উর্ধে শিশুদের জন্য টিকিট মূল্য লাগবে। ভিন জেলা বা রাজ্য থেকে আসা দর্শক বা অনুরাগীদের জন্য এনবিএসটিসি-র সঙ্গে আলোচনা করে বাসের ব্যবস্থা করার চেষ্টাও করা হচ্ছে আয়োজকদের তরফে। সব মিলিয়ে জমজমাটি হতে চলেছে অরিজিৎ সিংয়ের কনসার্ট। (রিপোর্টার: অনির্বাণ রায়)
বাংলা খবর/ছবি/শিলিগুড়ি/
Arijit Singh in Siliguri: অরিজিতের কনসার্টে কমল হাজার হাজার দর্শকাসন! শিলিগুড়ির শো-এর টিকিট পাবেন কোথায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল