TRENDING:

১০০ টাকার নোটে আবার বদল, যা জানা জরুরি...

Last Updated:
advertisement
1/5
১০০ টাকার নোটে আবার বদল, যা জানা জরুরি...
সূত্রের খবর,সোমবার রিসার্ভ ব্যাঙ্কের বোর্ডে মিটিং রয়েছে ৷ সেখানে ১০০ টাকার নোট নিয়ে বিশেষ সিদ্ধান্ত হতে পারে ৷ নতুন এক ধরনের নোট বাজারে আসতে চলেছে ৷ যা কোনভাবে ছিড়বে না, ফাটবে না ৷ রিজার্ভ ব্যাঙ্কের বৈঠকে যদি সিদ্ধান্তে সিলমোহর পড়ে তাহলে ট্রায়েল পদ্ধতিতে বাজারে আনা হবে এই নোট ৷
advertisement
2/5
এখন বাজারে থাকা নোটের সঙ্গে কীভাবে আলাদা হবে এই নোট ? নতুন যে নোট আনা হবে তাতে বার্নিশ করা হবে ৷ বার্নিশ থাকার ফলে নোট হবে অনেক মজবুত ৷ কোনভাবেই তা ছিড়বে না ৷ জলেও ভিজবে না ৷
advertisement
3/5
এই নতুন নোট একেবারেই পুরনো নোটের মতো হবে ৷ গান্ধি সিরিজের নোট হবে এটি ৷ নোটের ডিজাইনও অবিকল একই রকম হতে চলেছে ৷ কিন্তু বার্নিশ করা নোট চলতি নোটের থেকে কয়েকগুণ বেশি টেকশই হবে ৷
advertisement
4/5
বাজার চলতি ১০০ টাকার নোট প্রায় তিন বছর চলতে পারে ৷ তবে বার্নিশ করা নোট চলবে প্রায় ৭ বছর ৷ এখন ১০০ টাকার নোট ছাপাতে লাগে ১৫৭০ টাকা, নতুন নোট ছাপাতে লাগবে তার থেকে ২০ শতাংশ বেশি ৷
advertisement
5/5
সোমবারের পর জানা যাবে বার্নিশ করা নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে কিনা ৷ প্রথমিকভাবে জানা যাচ্ছে যে এই নোট মুড়লেও তাতে ভাজ পড়বে না আর নতুনের মতোই থাকবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০০ টাকার নোটে আবার বদল, যা জানা জরুরি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল