TRENDING:

Digha Weather|| পাগলপারা দিঘা, ফুঁসছে সমুদ্র, গার্ডওয়াল ছাপিয়ে জলোচ্ছাস, দেখুন ছবিতে

Last Updated:
Digha Latest Weather Forecast: মুখ্যমন্ত্রী জেলা সফরের আগেই নিম্ন চাপের কারণে প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকটি, মোকাবেলায় তৎপর প্রশাসন।
advertisement
1/9
পাগলপারা দিঘা, ফুঁসছে সমুদ্র, গার্ডওয়াল ছাপিয়ে জলোচ্ছাস, দেখুন ছবিতে
*বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের। রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা সহ অন্যান্য উপকূলবর্তী অঞ্চলের বিশেষ নজরদারি প্রশাসনের। প্রতীকী ছবি। প্রতিবেদনঃ সৈকত শী। 
advertisement
2/9
*আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলি সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা সহ অন্যান্য জায়গায় সকাল থেকেই হচ্ছে বৃষ্টি। আবহাওয়া দফতরের ঘোষণা অনুযায়ী গভীর নিম্নচাপে বৃষ্টি ও ঝড়ো হওয়ায় উত্তাল সমুদ্র। প্রতীকী ছবি।
advertisement
3/9
*একদিকে নিম্নচাপ অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল, দুইয়ের জোড়া ফলায় দিঘায় তীব্র জলোচ্ছ্বাস সকাল থেকেই। সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে, দিঘা সৈকত সরণীতে। আজ শনিবার সকাল থেকে ক্রমেই বাড়ছে জলোচ্ছ্বাসের উচ্চতা৷ ইতিমধ্যে গার্ডওয়াল টপকে জল ঢুকছে শহরে৷ প্রতীকী ছবি।
advertisement
4/9
*উইক এন্ডে ভিড় জমিয়েছেন কিছু পর্যটক৷ দিঘায় বেড়াতে আসা পর্যটকদের একাংশ এ দিন চেষ্টা করেন সমুদ্রে নামার৷ তবে পুলিশি তৎপরতায় কারণে পর্যটকেরা সমুদ্রে নামতে পারেনি। জলোচ্ছ্বাসের দাপটে গার্ডওয়ালে  বসেই স্নানের আশা মিটিয়েছেন তাঁরা। প্রতীকী ছবি।
advertisement
5/9
*পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ দিন সমুদ্রের গার্ডওয়ালের পাশে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেয় স্থানীয় প্রশাসন৷ দিঘা থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘সমুদ্রে এসে অনেকেই মত্ত হয়ে ওঠেন৷ ফলে আবেগের তাড়নায় তাঁরা কী করেন, তার খেয়াল থাকে না৷ এ দিকে দুর্ঘটনা ঘটলে সবার প্রথম অভিযোগের আঙুলটা ওঠে পুলিশের দিকে৷ তাই শুধু মৌখিক সতর্কতা নয়, আমরা সব ধরণের নজরদারির ব্যবস্থাই রেখেছি৷ কথা না শুনলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷’’ প্রতীকী ছবি।
advertisement
6/9
*উইক এন্ডে জলোচ্ছ্বাস দেখতে দিঘায় পর্যটকেরা ভিড় করেছে। পুজোর আগে পর্যটকদের ভিড়, মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের৷ প্রতীকী ছবি।
advertisement
7/9
*নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র, সমুদ্র উত্তল থাকার কারণে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে জাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমুদ্রে থাকা প্রতিটি মৎস্যজীবী ট্রলার লঞ্চ ও মাছ ধরার নৌকাকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
8/9
*পূর্ব মেদিনীপুরের সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) জয়ন্ত প্রধান বলেন, "নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তার জেরেই জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে, যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসতে হবে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকবে।" প্রতীকী ছবি।
advertisement
9/9
*এ দিকে, আগামী ১৪ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জেলা সফরে আসার আগেই নিম্নচাপের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/পূর্ব মেদিনীপুর/
Digha Weather|| পাগলপারা দিঘা, ফুঁসছে সমুদ্র, গার্ডওয়াল ছাপিয়ে জলোচ্ছাস, দেখুন ছবিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল