TRENDING:

Digha Hotel News: পুজোর বাজারে দিঘার হোটেলে হলচল, পুরো পুজোর সপ্তাহে যা হল ভাবতে পারছে না হোটেল কর্তৃপক্ষ

Last Updated:
Digha Hotel News: পুজোর ছুটিতে হতাশার সুর দিঘা জুড়ে পুজোর ছুটিতে চেনা ভিড় উধাও দিঘায়। পুজোর ছুটিতে মুখ ভার দিঘার। হতাশার সুর পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষজনদের পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদের গলায়। 
advertisement
1/7
পুজোর বাজারে দিঘার হোটেলে হলচল, পুরো পুজোর সপ্তাহে যা হল ভাবতে পারছে না
পুজোর উৎসবে মুখ ভার দিঘার ব্যবসায়ীদের। পুজোর দিনগুলিতে ফাঁকা থেকেছে দিঘার সমুদ্র সৈকত। আর তাতেই দিঘায় হোটেল ব্যবসায়ী থেকে অন্যান্য ব্যবসায়ীদের উৎসবের আনন্দ মাটি হয়েছে।
advertisement
2/7
প্রতিবছর দুর্গাপূজায় কার্যত পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে দিঘা সমুদ্র সৈকত। কিন্তু এবার ভিন্ন ছবি দিঘায়। পুজোর ছুটিতে সেভাবে পর্যটক আসেনি। ফলে পুজোর দিনগুলিতে দিঘায় হোটেল ব্যবসা থেকে অন্যান্য ব্যবসা লাভের মুখ দেখেনি।
advertisement
3/7
হালকা ঠাণ্ডার আমেজ। তবু পুজোর ছুটিতে অন্যবারের তুলনায় ভিড় অনেকটাই কম। পুজোয় দিঘায় পর্যটকদের ভাল ভিড়ের আশা করেছিলেন হোটেল ব্যবসায়ী থেকে অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্তব্যাবসায়ীরা। যে কারণে অনেকটাইহতাশ হয়েছেন তাঁরা।
advertisement
4/7
দিঘা মন্দারমণি তাজপুর শংকরপুর মিলিয়ে সৈকতের পর্যটন কেন্দ্রগুলিতে বড় ছোট মিলিয়ে হোটেল লজের সংখ্যা ৭০০ এর বেশি। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের কথায়, পর্যটকরা দিঘামুখী না হলেও ভিড় জমিয়েছে পুরীতে। আর কেন এমন হল তা বুঝতে পারছেন না অনেকেই।
advertisement
5/7
দিঘায় পর্যটক সেভাবে না আসায় পর্যটন শিল্পের পাশাপাশি পুজোর ছুটিতে ক্ষতির মুখ দেখতে হয়েছে হোটেল, রেঁস্তোরা এবং বিভিন্ন দোকানদারদেরও। সব মিলিয়ে পুজোর ছুটিতে মুখ ভার দিঘার।
advertisement
6/7
দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায়, পুজোর ছুটিতে পর্যটকদের ভিড় অন্যবারের তুলনায় কিছুটা কম। তবে হতাশা জনক নয়। পর্যটকদের বিষয় মাথায় রেখেই নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে সৈকত শহরকে। আগামী উৎসবের দিনগুলোয় দিঘায় ঢল নামবে পর্যটকদের এমনটাই আশা করছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।
advertisement
7/7
পুজোর ছুটিতে দিঘায় মার খেয়েছে পর্যটন শিল্প থেকে অন্যান্য ব্যবসায়ীরা। সামনেই শীতকালীন পর্যটন মরশুম। দিঘার পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী হোটেল ব্যবসায়ীরাও।
বাংলা খবর/ছবি/পূর্ব মেদিনীপুর/
Digha Hotel News: পুজোর বাজারে দিঘার হোটেলে হলচল, পুরো পুজোর সপ্তাহে যা হল ভাবতে পারছে না হোটেল কর্তৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল