TRENDING:

Durga-Puja-Photo-2022: যামিনী রায়ের ছবিতে সেজে উঠছে পুজো মণ্ডপ! এ যেন ছবির মিউজিয়াম!

Last Updated:
Durga-Puja-Photo-2022: ১০০ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল আকৃতির দোতালা দালান মাটির বাড়ির আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দেওয়ালজুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে যামিনী রায়ের শিল্পকর্মের চালচিত্র।
advertisement
1/7
যামিনী রায়ের ছবিতে সেজে উঠছে পুজো মণ্ডপ! এ যেন ছবির মিউজিয়াম!
"দিন আসে দিন যায় ,২৭ বর্ষে পায়ে পায়ে , দুর্গাপূজা নবতারায় , মণ্ডপ জুড়ে যামিনী রায়।" এবার হলদিয়ার চৈতন্যপুর নবাতারা ক্লাবের পুজোর থিম ভাবনা চিত্রশিল্পী যামিনী রায়। মণ্ডপে শিল্পীর জীবনী ও শিল্পকলা তুলে ধরা হচ্ছে। প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের যোগ্য শিষ্য ছিলেন যামিনী রায়। (ছবি ও লেখা: Saikat Shee)
advertisement
2/7
নিজের শিল্পকলার মাধ্যমে এদেশের চিত্রকলার ঐতিহ্যকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছিলেন তিনি। অবহেলিত লোকসংস্কৃতিকে তাঁর তুলির আঁচড়ে ও রঙের মাধুর্য দিয়ে বিশ্বারিত রূপ দিয়েছেন। কালীঘাটের পটশিল্পকে তুলে ধরেছেন বিশ্বের দরবারে। (ছবি ও লেখা: Saikat Shee)
advertisement
3/7
কার্যত পুজো মণ্ডপই হয়ে উঠবে যামিনী রায়কে নিয়ে একটি আস্ত মিউজিয়াম। যামিনী রায়ের এই শিল্পকীর্তি তরুণ প্রজন্মের কাছে আজ বিলুপ্তপ্রায়। তাই ছোটদের কাছে যামিনী রায়ের ছবি পরিচিত ঘটাতে উদ্যোগী হয়েছে নবতারা ক্লাব। হলদিয়া শিল্পাঞ্চল লাগোয়া চৈতন্যপুরে প্রতিবারই পুজোর থিমে চমক দেয় এই ক্লাব।(ছবি ও লেখা: Saikat Shee)
advertisement
4/7
১০০ ফুট দৈর্ঘ্য ও প্রস্থের একটি বিশাল আকৃতির দোতালা দালান মাটির বাড়ির আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দেওয়ালজুড়ে ফুটিয়ে তোলা হচ্ছে যামিনী রায়ের শিল্পকর্মের চালচিত্র।দেবী এবার নৌকায় আগমন করছেন। সেজন্য বাড়ির উঠান সাজানো হবে নৌকো দিয়ে।(ছবি ও লেখা: Saikat Shee)
advertisement
5/7
যামিনী রায়ের পটের মুখের আদলে দুর্গা প্রতিমা বসবে মণ্ডপে। মণ্ডপসজ্জার কাজ করছেন মহিষাদলের শিল্পী চন্দন মাইতি। এক শিল্পীর তুলিতেই আর এক প্রখ্যাত শিল্পীর ছবি প্রতিরূপ তৈরি হচ্ছে।(ছবি ও লেখা: Saikat Shee)
advertisement
6/7
শিল্পী বলেন, "৬ ফুট বাই ৪ ফুট প্লাইউড বোর্ডের উপর ক্যানভাসের মতো করে যামিনী রায়ের ৫০টি বিখ্যাত ছবির প্রতিরূপ আঁকা হয়েছে। এছাড়া ফোমের উপর আরও শতাধিক ছোট ছোট ছবি আঁকা হচ্ছে।" প্রতিবারই নবতারার পুজোর বড় আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা সহ কুমারী দেবীর পরিক্রমা এবং পুজো। ঘোড়ার গাড়িতে চেপে মণ্ডপে আসেন কুমারী মা। (ছবি ও লেখা: Saikat Shee)
advertisement
7/7
কুমারী পুজোকে ঘিরে উন্মাদনা সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে। দু'বছর কোভিড কাটিয়ে পুনরায় আগের মতো ছন্দে ফিরছে হলদিয়ার চৈতন্যপুর নবতারা। পঞ্চমী থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পুজো মণ্ডপ। (ছবি ও লেখা: Saikat Shee)
বাংলা খবর/ছবি/পূর্ব মেদিনীপুর/
Durga-Puja-Photo-2022: যামিনী রায়ের ছবিতে সেজে উঠছে পুজো মণ্ডপ! এ যেন ছবির মিউজিয়াম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল