TRENDING:

Cyclone Mocha Update: সমুদ্র স্তরের তাপমাত্রার মতোই বাড়ছে জমির তাপও, 'মোকা'- র আগে তোলপাড়

Last Updated:
Cyclone Mocha Update: ঘূর্ণিঝড় মোকা স্থলভাগে আছড়ে পড়ার আগেই দক্ষিণবঙ্গে বাড়লো তাপমাত্রা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 
advertisement
1/9
সমুদ্র স্তরের তাপমাত্রার মতোই বাড়ছে জমির তাপও, 'মোকা'- র আগে তোলপাড়
দিঘা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপ এদিন অর্থাৎ ৯ মে মঙ্গলবার শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ১০ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। অবস্থান করবে দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে।
advertisement
2/9
ঘূর্ণিঝড় মোকা স্থলভাগে আছড়ে পড়ার আগেই দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বাড়ল তাপমাত্রা। বিশেষ করে দুই বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলার তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। কোন কোন জায়গায় তাপপ্রবাহ চলবে। দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলাতেও বেড়েছে তাপমাত্রা।
advertisement
3/9
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা তৈরি হওয়ার ফলে দক্ষিণবঙ্গের মূলত উপকূলীয় অঞ্চলের জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে।১১ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। দিঘা সহ তার সংলগ্ন এলাকার শেষ ২৪ ঘন্টার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
advertisement
4/9
এদিন অর্থাৎ ৯ মে মঙ্গলবার দিঘার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে তাপমাত্রা আরও বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ শতাংশ।
advertisement
5/9
দিঘার মতই পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৮. ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তমলুক সহ সংলগ্ন এলাকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ শতাংশ।
advertisement
6/9
দুপুরের দিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইবে। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চল শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ শতাংশ। বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
7/9
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের এদিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪ শতাংশ। জেলার এগরা শহরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮.৩ ডিগ্রিসেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রিসেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৫২ শতাংশ। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
8/9
পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা শুধু এদিন নয় ১২ তারিখ পর্যন্ত বৃদ্ধি পাবে। এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাত শক্তি বাড়িয়ে মোকা ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
advertisement
9/9
কিন্তু এখনই মোকার গতিপথ কি হবে তা মৌসম ভবন থেকে জানানো হয়নি। মোকার প্রভাব কতটা পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে পড়বে ১১ তারিখের পর জানা যাবে বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর। মোকা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ছে। Input- Saikat Shee
বাংলা খবর/ছবি/পূর্ব মেদিনীপুর/
Cyclone Mocha Update: সমুদ্র স্তরের তাপমাত্রার মতোই বাড়ছে জমির তাপও, 'মোকা'- র আগে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল