TRENDING:

Muri | Puffed Rice : এক মুঠো মুড়িতেই নানা রোগ মুক্তি! তবে মুড়ি খাওয়ার সঠিক নিয়ম জানেন তো! না হলেই বিপদ!

Last Updated:
Muri | Puffed Rice: মুড়িও নিয়ম মেনে খেতে হয়! না হলে হতে পারে বিপদ! নানা রোগ থেকে মুক্তি দেয় এই মুড়ি! তবে খাওয়ার সঠিক নিয়ম জানতে হবে!
advertisement
1/6
এক মুঠো মুড়িতেই রোগ মুক্তি! তবে মুড়ি খাওয়ার সঠিক নিয়ম জানেন তো! না হলেই বিপদ!
 খাদ্য প্রিয় বাঙালির কাছে মুড়ি এক বিশেষ জায়গা ধরে রেখেছে। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা মুড়ির সাথে তেলেভাজা হোক বা চানাচুর খেতে কিন্তু বেশ ভালই লাগে। অত্যন্ত সহজপাচ্য এই খাবার মুড়ি শরীরের জন্য যথেষ্ট উপকারি বলেই মনে করা হয়। দেশ থেকে শুরু করে আমাদের রাজ্যেও সকালের জল খাবার অথবা সন্ধের টিফিন, অনেকেই মুড়ি খেতে বেশি পছন্দ করেন। তরকারি দিয়ে মুড়ি, অথবা চানাচুর দিয়ে মুড়ি, বা তেলেভাজা দিয়ে মুড়ি খাওয়ার এক আলাদাই মজা। মুড়ি খাওয়ার যেমন মজা রয়েছে এর পাশাপাশি মুড়ির রয়েছে বিশেষ কিছু পুষ্টিগুণ, যা জানলে আপনিও অবাক হবেন।(Reported By: Bonoarilal Chowdhury)
advertisement
2/6
প্রায় প্রত্যেকেরই জানা যে মুড়ি অ্যাসিডটি রোধ করতে সাহায্য করে । শরীরে যাদের হজমের সমস্যা রয়েছে এবং যাদের অ্যাসিডিটি হয় তাদের ক্ষেত্রে মুড়ি খুবই উপকারি খাদ্য। তাই যদি নিয়ম মফিক মুড়ি খাওয়া যায় তাহলে অ্যাসিডিটি কমবে।(Reported By: Bonoarilal Chowdhury)
advertisement
3/6
মুড়িতে রয়েছে উচ্চ পরিমাণে শর্করা। এটি আমাদের শরীরে শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। দৈনন্দিন কাজে সক্রিয় অর্থাৎ সবসময় অ্যাক্টিভ থাকতে বিশেষ ভূমিকা রয়েছে মুড়ির। পেটের সমস্যায় শুকনো মুড়ি অথবা ভেজা মুড়ি খেলে কিছুক্ষণের মধ্যেই উপকার পাওয়া যায়।(Reported By: Bonoarilal Chowdhury)
advertisement
4/6
advertisement
5/6
তাছাড়া বাড়িতে বা কর্মক্ষেত্রে হালকা ক্ষিদে পেলে তখনই মুড়ি খেয়ে নিলে ক্ষিদে মিটবে এবং ক্ষতিও হবে না।মুড়িতে সোডিয়ামের পরিমাণ অত্যন্ত কম থাকে। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন, তারা মুড়ি খেতে পারেন।(Reported By: Bonoarilal Chowdhury)
advertisement
6/6
মুড়িতে রয়েছে নিউরোট্রান্সমিটার পুষ্টিগুণ যার ফলে মুড়ি খেলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনাসহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতাও পাওয়া যায়। মুড়ি মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে।মুড়ি খাওয়ার আরেকটি স্বাস্থ্য উপকারিতা হলো মুড়ি ওজন কমাতে সাহায্য করে। এই মুড়িকে দৈনিক খাদ্যতালিকায় রাখা যেতেই পারে।(Reported By: Bonoarilal Chowdhury)
বাংলা খবর/ছবি/পূর্ব বর্ধমান/
Muri | Puffed Rice : এক মুঠো মুড়িতেই নানা রোগ মুক্তি! তবে মুড়ি খাওয়ার সঠিক নিয়ম জানেন তো! না হলেই বিপদ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল