advertisement
1/8

আর মাত্র হাতেগোনা কয়েকটি মাস তারপরেই বিয়ের পিঁড়িতে বসবেন ভারতীয় তারকা প্রিয়াঙ্কা এবং মার্কিন পপ গায়ক নিক জোহান্স। রোজ রোজই সোশ্যাল নেটওয়ার্কে আপলোড হচ্ছে নিক-প্রিয়াঙ্কার প্রেমের ছবি।
advertisement
2/8
আর এরই মাঝে চুটিয়ে নিজেদের বিয়ে নিয়ে তুমুল ব্যস্ত প্রিয়াঙ্কা ও নিক ৷ হঠাৎই বিদেশ থেকে দেশের মাটিতে নিককে সঙ্গে নিয়ে উড়ে এলেন প্রিয়াঙ্কা ৷ (Image: PTI)
advertisement
3/8
ভারতে পৌছতেই সোজা যোধপুরে ! শোনা যাচ্ছে, যোধপুরের মেহরগড় দূর্গেই নাকি হতে চলেছে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে ৷ (Image: PTI)
advertisement
4/8
যোধপুরের মেহরগড় দূর্গে নাকি চার হাত এক হবে নিক-প্রিয়াঙ্কার। গোটা বিয়েটাই হবে ভারতীয় ধাঁচে।
advertisement
5/8
শোনা যাচ্ছে, পাঞ্জাবি দুলহন নয়! রাজপুত ঘরানার মতোই সাজতে চলেছেন প্রিয়াঙ্কা ।
advertisement
6/8
নিকের সাজেও থাকবে রাজপুত স্টাইল ! তবে এ ব্যাপারে আপাতত, কোনওরকম মন্তব্য করতে চাননি প্রিয়াঙ্কা ও নিক !
advertisement
7/8
এই সব প্ল্যানিংয়ের জন্য আপাতত রাজস্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে অবশ্যই উডবি নিক।
advertisement
8/8
এই যুগল তাঁদের বিয়ের জন্য স্থান নির্বাচন ও কেনাকাটা করতে যোধপুরে যান।