TRENDING:

Zomato: গুগলে জম্যাটো সার্চ করলে কী দেখাচ্ছে? জানেন?

Last Updated:
এবার কী নতুন নামেই দেখা যাবে জম্যাটো কে? জম্যাটোর পক্ষ থেকে এই বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অ্যাপে জম্যাটোর নাম বদলাবে না। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে সংস্থার পক্ষ থেকে জানান হয়, "বন্ধুগণ Eternal আমাদের সংস্থার মূল নাম তবে আমাদের অ্যাপে সংস্থার নাম বদলাবে না।"
advertisement
1/5
গুগলে জম্যাটো সার্চ করলে কী দেখাচ্ছে? জানেন?
খাবার সরবরাহকারী সংস্থা নামের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এনেছে জম্যাটো। নতুন ভাবে এই কোম্পানি Eternal.Com হিসাবে পরিচিত হবে। (প্রতীকী ছবি)
advertisement
2/5
এবার কী নতুন নামেই দেখা যাবে জম্যাটো কে?জম্যাটোর পক্ষ থেকে এই বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অ্যাপে জম্যাটোর নাম বদলাবে না। সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে সংস্থার পক্ষ থেকে জানান হয়, "বন্ধুগণ Eternal আমাদের সংস্থার মূল নাম তবে আমাদের অ্যাপে সংস্থার নাম বদলাবে না।" প্রতীকী ছবি
advertisement
3/5
এই প্রসঙ্গে একটি খোলা চিঠিতে জম্যাটোর সিইও দিপেন্দর গোয়েল জানান, Eternal নামের মধ্যেই একটা বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা লুকিয়ে আছে। আশা করি, নতুন নামের মধ্য দিয়ে আমরা আগামীতে আরও উন্নতি করব। পুরনো থেকে বেরিয়ে এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। (প্রতীকী ছবি)
advertisement
4/5
গত বৃহস্পতিবার যখন জম্যাটো প্রথমবার Eternal নাম ঘোষণা হয় তখন সামাজিক মাধ্যমে বেশকিছু প্রতিক্রিয়া পাওয়া যায়। প্রতীকী ছবি
advertisement
5/5
কোম্পানির পক্ষ থেকে জানান হয়েছে, Eternal লিমিটেড হলেও জম্যাটো অ্যাপ এবং খাবার সরবরাহকারী সার্ভিস একই থাকবে বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Zomato: গুগলে জম্যাটো সার্চ করলে কী দেখাচ্ছে? জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল