YouTube: আজ পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও কোনটি? কীসের ভিডিও? অবাক হয়ে যাবেন শুনে! আপনি দেখেছেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
YouTube: অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকে খুলতে চান৷ ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল আছে৷
advertisement
1/6

YouTube আর কেবলমাত্র বিনোদনের একটি মাধ্যম নয়৷ রোজগারের একটি বড় রাস্তাও৷ ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো ইউটিউবার হওয়াও এখন একটি পেশা৷
advertisement
2/6
অনেকেই ইউটিউব চ্যানেল খুলেছেন, অনেকে খুলতে চান৷ ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেল আছে৷ কিন্তু কোন ধরনের চ্যানেল মানুষ সবচেয়ে বেশি দেখেন? আজ পর্যন্ত কোন ভিডিও ইউটিউবে সবচেয়ে বেশি মানুষ দেখেছেন, শুনলে অবাক হয়ে যাবেন।
advertisement
3/6
বেবি শার্ক ড্যান্স ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ নিয়ে এক নম্বরে রয়েছে। এটি ১৭ জুন, ২০১৬ সালে Pinkfong Baby Shark দ্বারা আপলোড করা হয়েছিল। এই ভিডিওটির ভিউজ ১৩.১৮ বিলিয়ন৷ এটি একটি ছোটদের গান, শিশুদের বেশ পছন্দের গানের ভিউজ সবচেয়ে বেশি৷
advertisement
4/6
একদল লাল-নীল পুঁচকে হাঙরের দল ইউটিউবে বাজিমাৎ করেছে। পৃথিবীর লাখ লাখ কনটেন্ট বা ভিডিওয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার শিশুরাই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে এতে।
advertisement
5/6
ইউটিউবের ইতিহাসে সর্বাধিক হিট ভিডিওর তালিকায় রয়েছে তাদের গানের ভিডিও। বেবি শার্ক। ইউটিউব দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে তারা।
advertisement
6/6
একটা শিশুদের ভিডিও, তাতে এমন কী আছে যে যার নেশায় মেতেছেন বাচ্চাদের বাবা-মা আর শিক্ষক-শিক্ষিকারাও? আসলে এই ভিডিও গানের তালটি বেশ দ্রুত লয়ের যেটা শুনতে দারুণ লাগে। তার সঙ্গে রয়েছে রঙ-বেরঙের শার্ক বা হাঙরদের মাতামাতি। অর্থাৎ এই ভিডিওকে এক কথায় বলা যায় দেখতে-শুনতে বেশ!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
YouTube: আজ পর্যন্ত ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিও কোনটি? কীসের ভিডিও? অবাক হয়ে যাবেন শুনে! আপনি দেখেছেন?