Pet Dog Life: প্রিয় পোষ্য কুকুর কতদিন বাঁচতে পারে? নাক দেখেই মিলবে হিসেব! আপনিও জেনে নিন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Pet Dog: লম্বা নাকযুক্ত কুকুরের প্রজাতি দীর্ঘজীবী হয়। ছোট নাকওয়ালা কুকুরের আয়ু সবচেয়ে কম। গবেষণায় আরও চমকপ্রদ ফল মিলেছে।
advertisement
1/11

*প্রাণীদের নিয়ে বহু গবেষণা হয়। কিছু গবেষণা পদ্ধতি অদ্ভুত, কিছু অদ্ভুত ফলাফল দেয়। এক অনন্য গবেষণায় প্রায় ৫ লক্ষ কুকুরের প্রকৃতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, কুকুরের আয়ুষ্কাল কত হবে বা আপনার কুকুর কতদিন বাঁচবে, তা তাদের নাকের আকৃতি দেখেই বলা যায়। কোন জাতের কুকুরের আয়ু বেশি আর কোন জাতের কুকুরের আয়ু কম, তা জেনে নিন। প্রতীকী ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/11
*প্রাণীদের উপর অনেক গবেষণা হয়েছে। অনেকেই আশ্চর্যজনক ফলাফল দেখান। গবেষণায় বিজ্ঞানীরা ৫ লক্ষের বেশি কুকুরের তথ্য নিয়ে গবেষণা করেছেন। তাতে দেখা গিয়েছে কুকুরের নাক দেখে বলা সম্ভব নির্দিষ্ট জাতের কুকুরের আয়ু কত হতে পারে। প্রতীকী ছবি।
advertisement
3/11
*আকর্ষণীয় গবেষণায় দেখা গিয়েছে , লম্বা নাকযুক্ত কুকুরের প্রজাতি দীর্ঘজীবী হয়। এটাও দেখা গেছে যে ছোট নাকওয়ালা কুকুরের আয়ু সবচেয়ে কম। এ ছাড়া গবেষণায় আরও চমকপ্রদ ফল মিলেছে।
advertisement
4/11
*গবেষণায় দেখা গিয়েছে, মাঝারি চ্যাপ্টা মুখের প্রজাতির আয়ু সবচেয়ে কম। হুইপেট ডলিকোসেফালিক জাত অর্থাৎ ফ্ল্যাট-ফেসড কুকুর বা ইংলিশ বুলডগের মতো ব্র্যাকিসেফালিক প্রজাতির কুকুরের আয়ু সবচেয়ে বেশি হয়। প্রতীকী ছবি।
advertisement
5/11
*গবেষণায় ৫৮৪,৭৩৪ সংখ্যক কুকুরের ডেটা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে ১৫০ প্রজাতির কুকুর অন্তর্ভুক্ত রয়েছে। গবেষকরা বিশেষ গণনা করেছেন এবং তাদের ফলাফল থেকে বোঝা গিয়েছে কোন কুকুরের তাড়াতাড়ি মারা যাওয়ার ঝুঁকি বেশি। প্রতীকী ছবি।
advertisement
6/11
*ক্রিস্টিন ম্যাকমিলান এবং তার সহকর্মীরা যুক্তরাজ্যের ১৮টি বিভিন্ন উৎস থেকে কুকুরের যাবতীয় তথ্য পেয়েছেন। এর মধ্যে রয়েছে ব্রীজ রেজিস্ট্রি, ভেটস, পোষ্য বীমা কোম্পানি, পশু কল্যাণ দাতব্য প্রতিষ্ঠান এবং এমনকি শিক্ষা প্রতিষ্ঠান। ক্রসব্রিড এবং বিশুদ্ধ প্রজাতি উভয় প্রজাতিই এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতীকী ছবি।
advertisement
7/11
*যখন এই তথ্য সংগ্রহ করা হয়, তখন এই সমস্ত কুকুরই মারা গিয়েছিল। প্রজাতি ছাড়াও লিঙ্গ, জন্ম ও মৃত্যুর তারিখ ইত্যাদি এই তথ্যে অন্তর্ভুক্ত ছিল। খাঁটি প্রজাতিগুলিকেও মাথার আকারের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়। তাদের ছোট, মাঝারি এবং বড় আকারে ভাগ করে নেওয়া হয়। প্রতীকী ছবি।
advertisement
8/11
*ছোট ডলিকোসেফালিক প্রজাতি যেমন মিনিয়েচার ড্যাচসুন্ডস এবং শেটল্যান্ড শেপডগদের আয়ু সর্বোচ্চ ছিল ১৩.৩ বছর। যেখানে মাঝারি ব্র্যাকিসেফালিক প্রজাতির আয়ু পুরুষ কুকুরের ক্ষেত্রে ৯.১ বছর এবং মহিলা কুকুরের জন্য ৯.৬ বছর। প্রতীকী ছবি।
advertisement
9/11
*সব ধরনের তথ্য সংগ্রহ ও সংগঠিত করার পর গবেষকরা প্রথমে প্রতিটি প্রজাতির কুকুরের আয়ু নির্ণয় করেন। এর জন্য, তারা একটি ক্রসব্রিড গ্রুপ করেছিল এবং তারপরে অবশেষে লিঙ্গ, আকার এবং মাথার আকারের উপর ভিত্তি করে আয়ু গণনা করেন। তারপরে তারা এই সিদ্ধান্তে উপনীত হন। প্রতীকী ছবি।
advertisement
10/11
*১২টি সবচেয়ে জনপ্রিয় প্রজাতির মধ্যে ৫০ শতাংশ ছিল বিশুদ্ধ প্রজাতি। ল্যাব্রাডরদের আয়ু ছিল ১৩.১ বছর, জ্যাক রাসেল টেরিয়ারের ১৩.৩ বছর এবং ক্যাভালিয়ার কিং চার্লস স্প্যানিয়েলস ১১.৪ বছর দেখা গিয়েছে। বিশুদ্ধ প্রজাতির ক্ষেত্রে আয়ু (১২.৭ বছর), মিশ্র প্রজাতির ক্ষেত্রে (১২ বছর) আয়ু হতে দেখা গিয়েছে কুকুরদের মধ্যে। প্রতীকী ছবি।
advertisement
11/11
*গবেষকরা বলছেন, এই গবেষণায় শুধুমাত্র যুক্তরাজ্যের কুকুরের প্রতিফলন দেখা গিয়েছে। তিনি পরামর্শ দেন, এই গবেষণাটি বড় আকারে করা দরকার। এর সঙ্গে অন্যান্য দেশের কুকুর প্রজাতিকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে। প্রতীকী ছবি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Pet Dog Life: প্রিয় পোষ্য কুকুর কতদিন বাঁচতে পারে? নাক দেখেই মিলবে হিসেব! আপনিও জেনে নিন