কোন পেশা আপনাকে সাফল্য এনে দিতে পারে, বলে দেবে আপনার জন্ম তারিখ! দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Birth date profession- সংখ্যাতত্ত্ব বলছে, নিজের জন্ম তারিখ অনুযায়ী আপনি আপনার বেছে নিতে পারেন। এতে আপনার সফল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে।
advertisement
1/9

জানেন কি, আপনার জন্ম তারিখের সঙ্গে সম্পর্ক আছে আপনার জীবনের সাফল্য-ব্যর্থতার! জ্যোতিষশাস্ত্র বলছে, সংখ্যার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম।
advertisement
2/9
সংখ্যাতত্ত্ব বলছে, নিজের জন্ম তারিখ অনুযায়ী আপনি আপনার বেছে নিতে পারেন। এতে আপনার সফল হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তবে জন্ম তারিখ অনুযায়ী কোন পেশা বেছে নেবেন তা আগে জানতে হবে।
advertisement
3/9
ইংরেজি মাসের ১, ১০, ১৯ বা ২৮ তারিখে জন্ম যাঁদের, তাঁরা ম্যানেজেরিয়াল জব বেছে নিতে পারেন। কারণ এই জাতকদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহজাত।
advertisement
4/9
২, ১১, ২০ বা ২৯ তারিখে জন্ম যাঁদের তাঁরা ফ্যাশন ডিজাইনিং, অভিনয় সংক্রান্ত পেশা বেছে নিতে পারেন। এই জাতকরা রাজনীতিতেও সাফল্য পান।
advertisement
5/9
৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্ম যাঁদের, তাঁরা ব্যবসায় সাফল্য পেতে পারেন। বিমা বা কম্পিউটার বা নেটওয়ার্কিং সংক্রান্ত কাজেও সাফল্য পেতে পারেন।
advertisement
6/9
৩, ১২, ২৩ বা ৩০ তারিখ জন্মদিন হলে আপনি ব্যাঙ্ক বা আর্থিক দিক জড়িত, এমন পেশায় সাফল্য পেতে পারেন।
advertisement
7/9
৫, ১৪, বা ২৩ তারিখে জন্ম হলে সেলস বা মার্কেটিং পেশায় সাফল্য পেতে পারেন। এই জাতকরা অন্যকে প্রভাবিত করতে পারেন।
advertisement
8/9
৬, ১৫, বা ২৪ তারিখে জন্মগ্রহণ করলে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। হোটেল, রেস্তোরাঁ, বিউটি পার্লার বা কোনওরকম ক্রিয়েটিভ কাজ আপনাকে সাফল্য এনে দিতে পারে। ৭, ১৬, বা ২৫ তারিখে জন্মদিন হলে আপনি গবেষণা বা শিক্ষা সংক্রান্ত পেশা বেছে নিতে পারেন।
advertisement
9/9
ইংরেজি মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মদিন হলে ইঞ্জিনিয়ারিং বা রিয়াল এস্টেট-এর সঙ্গে যোগ রয়েছে এমন পেশায় যুক্ত হতে পারেন। ৯, ১৮ বা ২৭ তারিখ জন্মদিন হলে আপনি সেনা বা পুলিশের চাকরির চেষ্টা করতে পারেন। খেলাধূলাকেও পেশা হিসেবে বেছে নিতে পারেন।