ট্রেন থেকে ট্রলিব্যাগ নিয়ে নামল যুবক, পকেটে ছিল মাত্র একটা ১ টাকার কয়েন…কিন্তু GRP একবার তাকিয়েই সব বুঝে গেল!
- Published by:Tias Banerjee
Last Updated:
যেন কোনও থ্রিলার সিনেমার দৃশ্য বাস্তবে। তবে এটা একেবারে সত্যি। এবার পড়ো পুরো ঘটনাটা, যেখানে বলিউডের স্ক্রিপ্টকেও হার মানিয়েছে বাস্তবের প্লট!
advertisement
1/11

স্টেশনের পুরনো ব্রিজের নিচে দাঁড়িয়ে এক যুবক। হাতে ট্রলি ব্যাগ, চোখে মুখে চাপা উদ্বেগ। একঝলক দেখলেই বোঝা যায়, কিছু একটা লুকোচ্ছে সে। GRP-র নজর এড়ায় না সেই অস্বস্তিকর চেহারা। তারা কাছে যেতেই আরও সন্ত্রস্ত হয়ে পড়ে যুবক।
advertisement
2/11
যেন কোনও থ্রিলার সিনেমার দৃশ্য বাস্তবে তবে এটা একেবারে সত্যি। এবার পড়ো পুরো ঘটনাটা, যেখানে বলিউডের স্ক্রিপ্টকেও হার মানিয়েছে বাস্তবের প্লট!
advertisement
3/11
শ্রাবণ মেলা উপলক্ষে বারাণসী ক্যান্ট রেলওয়ে স্টেশনে চলছে তৎপর তল্লাশি অভিযান। সেই অভিযানে হঠাৎই এক সন্দেহজনক যুবককে দেখে থমকে যান GRP জওয়ানরা। যুবকের হাতে ছিল একটি বড় ট্রলি ব্যাগ, কাঁধে ঝোলানো আর একটা ব্যাগ। পুলিশের চোখে পড়তেই যেন কেঁপে ওঠে সে।
advertisement
4/11
এই বলিউডি সিনেমার মতো কাহিনির নায়ক হলেন সোনু, যিনি রাজস্থানের বিকানের থেকে বড় স্বপ্ন নিয়ে বারাণসীতে এসেছিলেন। কয়েক বছর ধরে মশলার ব্যবসার আড়ালে চলছিল তাঁর হাওয়ালার কাজ। পুলিশের জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে সোনু।
advertisement
5/11
GRP সূত্রে জানা গিয়েছে, সোনুর কাছে পাওয়া এক টাকার কয়েনটি ছিল এক বিশেষ নম্বরের। সোনু জানান, এই কয়েনটি তাঁকে দেওয়া হয়েছিল বারাণসীর এক ব্যক্তির দ্বারা। সেই কয়েনের নম্বরই ছিল হাওয়ালা লেনদেনের সিক্রেট কোড।
advertisement
6/11
পকেটে ছিল মাত্র এক টাকার কয়েন… কিন্তু তার দাম ৩৫ লক্ষ! বলিউডি কাহিনি যেন বাস্তবেই, বিস্ময়ে থ’ GRP তল্লাশিতে যা মিলল, তাতে অবাক গোটা টিম। যুবকের ব্যাগে পাওয়া গেল নগদ ৩৫ লক্ষ টাকা! শুধু তাই নয়, তার পকেটে থাকা একটি এক টাকার কয়েন—তা-ই ছিল পুরো লেনদেনের ‘গুপ্ত সংকেত’।
advertisement
7/11
GRP সূত্রে জানা গিয়েছে, সোনুর কাছে পাওয়া এক টাকার কয়েনটি ছিল এক বিশেষ নম্বরের। সোনু জানান, এই কয়েনটি তাঁকে দেওয়া হয়েছিল বারাণসীর এক ব্যক্তির দ্বারা। সেই কয়েনের নম্বরই ছিল হাওয়ালা লেনদেনের সিক্রেট কোড।
advertisement
8/11
সোনুর কাজ ছিল এই ৩৫ লক্ষ টাকা নিয়ে বিহারের সাসারাম পৌঁছনো এবং সেখানে নির্দিষ্ট একজন ব্যক্তির কাছে কয়েনের নম্বর বলে টাকা হস্তান্তর করা। টাকা পাওয়ার বদলে কেউ কোনো কাগজপত্র দেয়নি, শুধুই সেই কয়েনের নম্বরের উপর নির্ভর করেই হচ্ছিল কোটি টাকার আদান-প্রদান।
advertisement
9/11
প্রাথমিক তদন্তে GRP জানতে পেরেছে, সোনু এর আগেও একবার ২০ লক্ষ টাকা নিয়ে বারাণসী থেকে বিহার গিয়েছিলেন। এবার ধরা পড়ার আগেই তিনি আবারও একই পথে বেরিয়েছিলেন আরও বড় অঙ্কের অর্থ নিয়ে।
advertisement
10/11
বারাণসী ক্যান্ট GRP-এর CO কুंওর প্রতাপ জানান, সোনুকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ চলছে। ইতিমধ্যেই আয়কর দফতরকে জানানো হয়েছে। টাকা কোথা থেকে এল, কার কাছে যাচ্ছিল—তা জানতে তদন্ত শুরু করেছে আয়কর দফতরও।
advertisement
11/11
এই ঘটনাটি ফের প্রমাণ করে দেয়—সিনেমার মতোই রঙিন, অদ্ভুত ও অবিশ্বাস্য গল্প আমাদের চারপাশেই ঘটে চলেছে, বাস্তবের পর্দায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ট্রেন থেকে ট্রলিব্যাগ নিয়ে নামল যুবক, পকেটে ছিল মাত্র একটা ১ টাকার কয়েন…কিন্তু GRP একবার তাকিয়েই সব বুঝে গেল!