TRENDING:

রাস্তা দিয়ে বাইক বা 'চারচাকা' গেলেই কুকুরকে তারস্বরে ডাকতে দেখেছেন? কেন এভাবে 'ঘেউ ঘেউ' করে? ঠিক 'কারণ'টা শুনলে চমকে যাবেন

Last Updated:
জেনে রাখা প্রয়োজন যে কুকুরের শত্রুতা আপনার সঙ্গে নয়। বরং আপনার গাড়িতে গন্ধের জেরে কুকুরটি তাড়া করছে।
advertisement
1/5
বাইক বা 'চারচাকা' গেলেই কুকুরকে তারস্বরে ডাকতে দেখেছেন? কেন এভাবে 'ঘেউ ঘেউ' করে?
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
advertisement
2/5
অনেক সময় দেখা যায়, সাইকেল কিংবা বাইকের পিছনে কুকুর তাড়া করছে। এতে অনেকেই ভয় পেয়ে যান।
advertisement
3/5
জেনে রাখা প্রয়োজন যে কুকুরের শত্রুতা আপনার সঙ্গে নয়। বরং আপনার গাড়িতে গন্ধের জেরে কুকুরটি তাড়া করছে।
advertisement
4/5
কুকুরের ঘ্রাণশক্তি সাধারণত খুব প্রখর হয়। কুকুরদের মধ্যে স্বভাব রয়েছে টায়ারের বা সাইকেলের চাকায় প্রস্রাব করে দেয়। সেই সাইকেল কিংবা গাড়ি যখন আমরা চালিয়ে নিয়ে যাই, তখন অন্য পাড়ার কুকুর সেই প্রস্রাবের গন্ধ পেয়ে যায়।
advertisement
5/5
এ কারণে তারা যখন আপনার গাড়ির টায়ার থেকে অন্য এলাকার কুকুরের গন্ধ পায়, তখন তারা গাড়ির পিছনে দৌড়াতে থাকে এবং ঘেউ ঘেউ করতে থাকে। একই সময়ে, আপনি যখন আপনার গাড়ির গতি বাড়ান, তারা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। অনেক সময় এর ফলে বাইক বা স্কুটারের ভারসাম্য বিঘ্নিত হয় এবং দুর্ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়াই বুদ্ধিমানের কাজ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
রাস্তা দিয়ে বাইক বা 'চারচাকা' গেলেই কুকুরকে তারস্বরে ডাকতে দেখেছেন? কেন এভাবে 'ঘেউ ঘেউ' করে? ঠিক 'কারণ'টা শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল