TRENDING:

সাপের কামড়ের দাগ দেখেই বোঝা যায়... বিষাক্ত নাকি নির্বিষ সাপ! ভয় পেলেই বাড়বে রক্তচাপ, করুন এগুলো!

Last Updated:
Snake Bite: সাপ কামড়ালে চিহ্ন দেখে সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। অনেক সময় চোখ ভুলও করতে পারে। যত দ্রুত চিকিৎসা শুরু হয়, তত বেশি প্রাণ বাঁচানোর সম্ভাবনা থাকে।
advertisement
1/8
সাপের কামড়ের দাগ দেখেই বোঝা যায়... বিষাক্ত নাকি নির্বিষ সাপ! ভয় পেলেই বাড়বে রক্তচাপ
গরমের শুরুতেই বাড়ছে সাপের আনাগোনা ও কামড়ের খবর। যদিও বেশিরভাগ সাপই নিরীহ ও অবিষধর, তবে কিছু প্রজাতির বিষ মারাত্মক। তাই সাপ কামড়ালে কী করা উচিত, তা জেনে রাখা খুব জরুরি।
advertisement
2/8
হাজারিবাগের সাপপ্রেমী মুরারী সিংহ বলছেন, “আজকাল সঠিক চিকিৎসায় অনেকেই বেঁচে যাচ্ছেন। সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গেই ভয় পেয়ে যাওয়া একেবারেই উচিত নয়। ভয় পেলে রক্তচাপ বেড়ে যায়, ফলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। অনেকেই কামড়ের জায়গা থেকে রক্ত চুষে বের করার চেষ্টা করেন, যা খুবই বিপজ্জনক।”
advertisement
3/8
সাপ কামড়ালে কী করবেন? * বেশি নড়াচড়া করবেন না। যতটা সম্ভব স্থির থাকুন। * কামড়ের জায়গাটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।
advertisement
4/8
সাপের ছোবলে আক্রান্ত অঙ্গটি নীচু করে রাখুন। * শোওয়ার থেকে বসে থাকা ভাল। * একটি পরিষ্কার কাপড় দিয়ে কামড়ের জায়গা ঢিলেভাবে বাঁধতে পারেন।
advertisement
5/8
সর্বাধিক জরুরি পদক্ষেপ কী? যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যান। এমন হাসপাতালে যান যেখানে অ্যান্টি-ভেনম ইনজেকশন রয়েছে। ঘরোয়া প্রতিকার বা পাতার রস দিয়ে বিষ সারানো সম্ভব নয়।
advertisement
6/8
কী ভাবে বুঝবেন সাপটি বিষাক্ত কি না? মুরারী সিংহ জানাচ্ছেন, কামড়ের চিহ্ন দেখে বোঝা যায় সাপটি বিষাক্ত কি না। কী ভাবে বুঝবেন?
advertisement
7/8
বিষধর সাপের কামড়ে সাধারণত দুটি বড় ছিদ্র হয় (দাঁতের ছাপ), যা থেকে রক্ত বেরোয়। * অনেক সময় তার পিছনে ছোট ছোট দাঁতের সারিও থাকতে পারে। * অবিষধর সাপের কামড়ের ক্ষেত্রে সাধারণত ছোট দাঁতের চিহ্ন দেখা যায়, বড় ছিদ্র হয় না।
advertisement
8/8
তবে, সাপ কামড়ালে চিহ্ন দেখে সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। অনেক সময় চোখ ভুলও করতে পারে। যত দ্রুত চিকিৎসা শুরু হয়, তত বেশি প্রাণ বাঁচানোর সম্ভাবনা থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাপের কামড়ের দাগ দেখেই বোঝা যায়... বিষাক্ত নাকি নির্বিষ সাপ! ভয় পেলেই বাড়বে রক্তচাপ, করুন এগুলো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল