আর্থিক অনটন ? অশান্তি ? সব কাজেই বিফল ? শুক্রবার নিবিষ্ট চিত্তে তারা মায়ের আরাধনা করুন--
Last Updated:
advertisement
1/6

শুক্রবার শক্তির দিন, মাতৃ শক্তি আরাধনার দিন। হিন্দুশাস্ত্র মতে, এদিন তারা মায়ের অরাধনা করলে জীবনে আর কোনও সমস্যাই থাকে না। গৃহস্থে মায়ের আগমণ ঘটে। আর্থিক অনটন দূর হয় নিমেষে, মনের সব ইচ্ছে পূরণ হয়। পুরাণ মতে, মা তারার আর্বিভাব ঘটেছিল সমুদ্র মন্থনের সময়। সমুদ্র গর্ভ থেকে উঠে আসা হলাহল পান করে মহাদেব অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেই সময় মা পার্বতী, তারা মায়ের রূপে সেখানে আর্বিভূত হয়ে দেবাদিদেবকে দুধ পান করান, মুহূর্তে ফিরে আসে শিব ঠাকুরের জ্ঞান। সেই থেকেই মায়ের এই বিশেষ রূপের অরাধনা হয়ে আসছে।
advertisement
2/6
কারও জন্ম কুষ্টিতে পিতৃ দোষের যোগ থাকলে চিন্তার বিষয়। কারণ পিতৃ দোষ চলাকালীন একের পর এক সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। বিশেষত টাকা-পয়সা সংক্রান্ত নানা ঝামেলা, চাকরি ক্ষেত্রে সমস্যা, পরিবারিক অশান্তি দেখা দেয়। এমন বিশ্বাস, নিয়মিত মায়ের আরাধনা করলে পিতৃ দোষ কেটে যায়।
advertisement
3/6
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে নিয়মিত মা তারার অরাধনা করলে ধীরে ধীরে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব কাটতে থাকে। ফলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকায় উপচে পড়বে।
advertisement
4/6
পুরাণ মতে, মায়ের শক্তি রূপের অরাধনা করার পাশাপাশি এক মনে ১০০৮ বার তারা মন্ত্র জপ করলে দেবী প্রসন্ন হন। অর্থনৈতিক অভাব মিটে যায়, সামাজিক সম্মানও বৃদ্ধি পায়। Photo Source: Collected পুরাণ মতে, মায়ের শক্তি রূপের অরাধনা করার পাশাপাশি এক মনে ১০০৮ বার তারা মন্ত্র জপ করলে দেবী প্রসন্ন হন। অর্থনৈতিক অভাব মিটে যায়, সামাজিক সম্মানও বৃদ্ধি পায়।
advertisement
5/6
প্রতি শুক্রবার জবা ফুল নিবেদন করে এক মনে মায়ের পুজো করলে গোটা বাড়িতে পজেটিভ শক্তির মাত্রা এতটাই বৃদ্ধি পায় যে, বাস্তু দোষ কাটতে সময় লাগে না। সেই সঙ্গে সুখের ঝাঁপিও ভরে ওঠে। সুখ-সমৃদ্ধির ছোঁয়া লাগে পরিবারে। প্রিয় জনেদের সঙ্গে কোনও ধরনের ঝামেলা বা কলহে জড়িয়ে পড়ার আশঙ্কা যায় কমে।
advertisement
6/6
কোনও ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে নিয়মিত মা তারার আরাধনা করুন। চরম উন্নতি লাভের পথ প্রশস্ত হতে সময় লাগে না। পাশাপাশি, চাকরি ক্ষেত্রেও পদোন্নতির সম্ভাবনাও বৃদ্ধি পায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
আর্থিক অনটন ? অশান্তি ? সব কাজেই বিফল ? শুক্রবার নিবিষ্ট চিত্তে তারা মায়ের আরাধনা করুন--