TRENDING:

World Shortest War: মাত্র ৩৮ মিনিটে নিহত ৫০০ সেনা, ধ্বংস রাজপ্রাসাদ! পৃথিবীর সবথেকে ছোট যুদ্ধে ক্ষমতা দখল হয় যেভাবে...

Last Updated:
গোটা বিশ্বে নানা সময়ে অনেক যুদ্ধ ঘটেছে। একের পর এক যুদ্ধে খতবিক্ষত হয়েছে নানা দেশ। কোনও কোনও দেশের সঙ্গে যুদ্ধের মেয়াদ কয়েক দশক ধরে চলেছে।
advertisement
1/10
মাত্র ৩৮ মিনিটে নিহত ৫০০ সেনা, ধ্বংস রাজপ্রাসাদ!
গোটা বিশ্বে নানা সময়ে অনেক যুদ্ধ ঘটেছে। একের পর এক যুদ্ধে খতবিক্ষত হয়েছে নানা দেশ। কোনও কোনও দেশের সঙ্গে যুদ্ধের মেয়াদ কয়েক দশক ধরে চলেছে। প্রতীকী ছবি
advertisement
2/10
প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সামিল হয়েছিল প্রায় বিশ্বের সব দেশ। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিলিয়ে এই নরমেধ যজ্ঞ চলেছিল প্রায় ৯ বছর। মারা গিয়েছিলেন কয়েক কোটি মানুষ। ইতিহাসে এই দুই যুদ্ধকেই পৃথিবীর সবথেকে ভয়ঙ্করতম যুদ্ধ হিসাবে ধরা হয়। প্রতীকী ছবি
advertisement
3/10
এরপরেও কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ-সহ একাধিক যুদ্ধের সাক্ষী থেকেছে বিশ্ব। কিন্তু জানেন কি পৃথিবীর সবথেকে কম সময়ের যুদ্ধ কবে কাদের মধ্যে ঘটেছিল? প্রতীকী ছবি
advertisement
4/10
ভারত মহাসাগরের তানজানিয়ার উপকূলে অবস্থিত একটি আধা-স্বায়াত্তশাসিত দ্বীপপুঞ্জ হল জাঞ্জিবার। একটা সময় স্বাধীন দেশ হিসাবেই বিবেচিত হত জাঞ্জিবার। পর্তুগিজরা সেখানে বসতি স্থাপন করে ১৪৯৯ সালে। প্রতীকী ছবি
advertisement
5/10
পর্তুগিজরা বসতি স্থাপন করলেও ১৬৯৮ সালে ওমানের সুলতানদের কাছে দখল হারায়। ১৮৫৮ সালে সুলতান মাজিদ বিন সইদ ওমান থেকে বিচ্ছিন্ন হয়ে জাঞ্জিবারকে স্বাধীন দেশ হিসাবে ঘোষণা করেন এবং ব্রিটিশদের স্বীকৃতি পান। প্রতীকী ছবি
advertisement
6/10
১৮৯৬ সালেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ১৮৯৬ সালে জাঞ্জিবারের ব্রিটিশপন্থী সুলতান হামাদ বিন থুওয়াইনির মৃত্যু হয়। ব্রিটিশরা চেয়েছিলেন তাঁদের অনুগত নেতা হামুদ বিন মহম্মদ সুলতান হন। কিন্তু সিংহাসনে বসেন খলিদ বিন বারগাশ। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতীকী ছবি
advertisement
7/10
সেই বছরেই ব্রিটিশরা খলিদকে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেন তিনি। শুরু করেন লড়াইয়ের প্রস্তুতি। ব্রিটিশরাও নৌবহরে পাঁচটি যুদ্ধজাহাজ পাঠায়। ১৫০জন নৌসেনা উপস্থিত হয় জাঞ্জিবার উপকূলে। প্রতীকী ছবি
advertisement
8/10
১৮৯৬ সালের ২৭ অগাস্ট সকাল ৯টা নাগাদ ব্রিটিশ সেনাবাহিনী খলিদের প্রাসাদ লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ব্রিটিশ সৈন্যের সামনে ছত্রভঙ্গ হয়ে পড়ে খলিদ বাহিনী। এই যুদ্ধে খলিদের প্রায় ৫০০ অনুগত সৈন্য নিহত হয়। ব্রিটিশ বোমাবর্ষণের সামনে কার্যত দাঁড়াতেই পারে নি খলিদ বাহিনী। পুড়ে ছাই হয়ে যায় খলিদের সাধের প্রাসাদ। প্রতীকী ছবি
advertisement
9/10
সকাল ৯টা ৪০মিনিট, যুদ্ধ শুরুর মাত্র ৪০ মিনিটের মধ্যেই রণে ভঙ্গ দিয়ে জার্মান দূতাবাসে গিয়ে আশ্রয় নেন খলিদ। কোনও কোনও ইতিহাসবিদ বলেন যুদ্ধ ৩৮ মিনিট স্থায়ী হয়েছিল, আবার কারুর মতে তা ৪০ মিনিট স্থায়ী হয়। খলিদ পালাতেই, ব্রিটিশরা হামাদকে সুলতান হিসাবে ক্ষমতায় ফিরিয়ে আনেন। জাঞ্জিবারে আবার ব্রিটিশ কর্তৃত্ব স্থাপিত হয়। প্রতীকী ছবি
advertisement
10/10
অ্যাংলো-জাঞ্জিবার যুদ্ধ ইতিহাসে ছোট হলেও এই যুদ্ধের তাৎপর্য সুবিশাল। কারণ, এটি শুধু একটি সামরিক সংঘর্ষ নয়। এটি শক্তি প্রদর্শনের এবং আধিপত্য প্রতিষ্ঠার একটি নিদর্শন। প্রতীকী ছবি
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World Shortest War: মাত্র ৩৮ মিনিটে নিহত ৫০০ সেনা, ধ্বংস রাজপ্রাসাদ! পৃথিবীর সবথেকে ছোট যুদ্ধে ক্ষমতা দখল হয় যেভাবে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল