TRENDING:

Worlds Oldest Living Chicken: বিশ্বের সবচেয়ে 'বুড়ি' জীবিত মুরগিকে চেনেন? নাম পিনাট; টিভি দেখে-দই খায়! ওর কাণ্ড জানলে চমকে যাবেন

Last Updated:
Worlds Oldest Living Chicken: ভাবতে অবাক লাগলেও, এটা সত্যি। পিনাট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বৃদ্ধা জীবিত মুরগি।
advertisement
1/8
বিশ্বের সবচেয়ে 'বুড়ি' জীবিত মুরগিকে চেনেন? নাম পিনাট; টিভি দেখে-দই খায়! অদ্ভুত
একটি মুরগি সাধারণত গড়ে ৫ থেকে ৮ বছর বাঁচে, সেটাই অনেক ভাগ্যের ব্যাপার বলে মনে করা হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে পিনাটের বয়স ২১ বছর।
advertisement
2/8
ভাবতে অবাক লাগলেও, এটা সত্যি। পিনাট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ জীবিত মুরগি।
advertisement
3/8
পিনাট খুবই স্মার্ট ও সাহসী একটা মুরগি। ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলেছে পিনাট।
advertisement
4/8
ওর মালকিনের নাম মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের দম্পতি। পিনাটের দেখভাল করেন মার্সি পার্কার ডারউইন।
advertisement
5/8
মার্সিদের একটি ফার্ম রয়েছে, নাম নো কিল ফার্ম। সেখানে বিভিন্ন প্রাণীর সঙ্গে মুরগিও রয়েছে। মার্সি পিনাটের এই স্বীকৃতিতে খুবই খুশি। পিনাটকে নিয়ে তিনি জানিয়েছেন, সকালবেলা ব্লুবেরি ইয়োগার্ট না পেলে মুড অফ হয়ে যায় মুরগিটির।
advertisement
6/8
মার্সি জানিয়েছেন, পিনাটের মা পিনাটকে নিতে অস্বীকার করেছিল। ডিমের খোলস ভেঙে সে বেরিয়ে এলেও মা তার দিকে তাকায়নি। সেই থেকে মার্সিই পিনাটের মা। তার নামকরণের কারণ, পিনাট জন্ম থেকেই খুবই ছোট ও বাদামি রঙা।
advertisement
7/8
নো কিল ফার্মে অন্য কুকুর বিড়ালদের সঙ্গে খেলে জীবন কাটাচ্ছে পিনাট। তবে বেশি বাইরে ঘোরাঘুরি পছন্দ নয় পিনাটের।
advertisement
8/8
বেশিরভাগ সময় মার্সির সঙ্গে ঘরে কাটায় সে। এমনকী মার্সির সঙ্গে তালে তাল দিয়ে টিভিতে সিরিয়ালও দেখে। ভাল থেকো পিনাট।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Worlds Oldest Living Chicken: বিশ্বের সবচেয়ে 'বুড়ি' জীবিত মুরগিকে চেনেন? নাম পিনাট; টিভি দেখে-দই খায়! ওর কাণ্ড জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল