World's hottest truck Driver: লাস্যে টলমল শরীরী ভাঁজ! এই সুন্দরী 'ট্রাক ড্রাইভার'-র যৌবনে পাগল পুরুষহৃদয়, আগুন ঝরানো ছবি দেখুন...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
World's hottest truck Driver: ট্রাক ড্রাইভার হিসাবে ডেসনের আয় প্রায় ১ কোটি টাকা। লাস্যে টলমল এই সুন্দরী 'ট্রাক ড্রাইভার'-র যৌবনে পাগল পুরুষহৃদয়...
advertisement
1/10

*পুরুষদেরই মূলত ট্রাক চালকের ভূমিকায় দেখা যায়। কারণ এই পেশায় ঝুঁকি অনেক। একে দিনের পর দিন পরিবার থেকে দূরে থাকতে হয়, তার ওপরে রাস্তায় নিরাপত্তাহীন কাটে জীবন। পণ্য বহন করে দীর্ঘ দূরত্ব পাড়ি দেন এই পেশার সঙ্গে যুক্ত সকলেই। তাই মহিলারা সাধারণত এই পেশা থেকে দূরেই থাকেন।
advertisement
2/10
*এমন একজন মহিলা ট্রাক ড্রাইভারের রয়েছেন, যিনি সারা বিশ্বে পরিচিত তাঁর রূপের জন্য। সিনেমার নায়িকাদের থেকেও সুন্দরী এই ট্রাক চালক। তাই তাঁকে বিশ্বের সবচেয়ে 'গ্ল্যামারস ট্রাক ড্রাইভার' বলা হয়। ২৫ বছর বয়সী এই ট্রাক চালকের নাম ডেসন হ্যাভক।
advertisement
3/10
*ডেসন মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের বাসিন্দা। ছোট থেকেই জিমন্যাস্ট হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ হয়নি নানা প্রতিকূলতার জন্য। একটি ছোট দুর্ঘটনা জিমন্যাস্টিকস থেকে তাঁকে দূরে সরিয়ে দিয়েছিল। ফলে পেশা হিসেবে একটা সময়ের পরে ট্রাক চালানোকে বেছে নেন।
advertisement
4/10
*একজন ট্রাক ড্রাইভার হিসাবে ডেসনের আয় প্রায় ১ কোটি টাকা। যদিও, গত বছরের অক্টোবরে তাঁর ট্রাক চালকের চাকরি চলে যায়। তবে ছোট্ট বিরতির পরে ফের ট্রাক চালকের কাজে যোগ দিয়েছেন সম্প্রতি।
advertisement
5/10
*ডেসেন হ্যাভক বলেন, 'ট্রাক চালকের চাকরি হারানোর পর অনেক লোক আমার সঙ্গে যোগাযোগ করেছিল। নানা কথা বলেছেন, আমি তাঁদের যোগ্য জবাব দিয়েছি।'
advertisement
6/10
*ডেসন জানিয়েছেন, গত বছরের অক্টোবরে যে সংস্থায় তিনি কাজ করতেন, সেটি বন্ধ হয়ে যাওয়ায় তার ক্যারিয়ার সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে চাকরিও হারান তিনি। সম্প্রতি ফের কাজে যোগ দিয়েছেন।
advertisement
7/10
*ডেসন সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়। ইনস্টাগ্রামে ১০ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। টিকটকেও তাঁর বহু অনুগামী ছিল। সম্প্রতি, তাঁর ট্রাক ড্রাইভারের চাকরিতে যোগ দেওয়ার ঘোষণার ভিডিও ১ লক্ষের বেশি মানুষ দেখেছেন।
advertisement
8/10
*ডেসন তাঁর সিভি লিখেছেন, চার বছরের দীর্ঘ ট্রান্সপোর্ট (ওটিআর) অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি, তাও আবার কোনও দুর্ঘটনা ছাড়াই।
advertisement
9/10
*ডেসনের দাবি, অনেক ভক্ত তাঁকে OnlyFans-এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলেছিলেন। কিন্তু তিনি তা করেননি মা পছন্দ করতেন না তাই। মা তাঁকে বলেছিলেন সামাজিক মাধ্যমে কারও ব্যক্তিগত জীবন প্রকাশ করা উচিত নয়।
advertisement
10/10
*আপনি জানলে অবাক হবেন, এত ফ্যান থাকা সত্বেও ডেসন সোশ্যাল মিডিয়া থেকে একটি পয়সাও আয় করেননি। ট্রাক চালক হিসেবে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় তাঁর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World's hottest truck Driver: লাস্যে টলমল শরীরী ভাঁজ! এই সুন্দরী 'ট্রাক ড্রাইভার'-র যৌবনে পাগল পুরুষহৃদয়, আগুন ঝরানো ছবি দেখুন...