একটা আমের দাম ১০ হাজার টাকা! বিশ্বের সব থেকে দামি আম! যেমন দেখতে, তেমন স্বাদ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Miyazaki Mango price: গাঢ় লাল রঙ। তার উপর বেগুনি আভা। এই আম এতটাই সুন্দর দেখতে যে একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। এই আম "সূর্যের ডিম" নামেও পরিচিত। মিয়াজাকি আম সম্পর্কে অনেকেই জানেন না।
advertisement
1/7

এই আমের ফুড ভ্যালু বেশি , গ্লেজ বেশি। বিশ্বের সব থেকে দামি আম। তাই বলে এত দাম!
advertisement
2/7
গাঢ় লাল রঙে। তার উপর বেগুনি আভা। এই আম এতটাই সুন্দর দেখতে যে একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। এই আম "সূর্যের ডিম" নামেও পরিচিত।
advertisement
3/7
বিশ্বের সবচেয়ে দামি আম। নাম মিয়াজাকি। মূলত জাপানে চাষ হয় এই আম। তবে এখন ভারতেও হচ্ছে। ভারতের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এই আম।
advertisement
4/7
এক একটি আমের ওজন ২০০ থেকে ৩৫০ গ্রাম পর্যন্ত হয়। এক কিলো আমের দাম প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা।
advertisement
5/7
মহারাষ্ট্রের ধারওয়াড়ে আমের মেলা বসেছে। সেখানে কালাকেরি গ্রামের বাসিন্দা প্রমোদ গাঁওকর নিজের বাগানে ফলানো আম নিয়ে এসেছিলেন।
advertisement
6/7
ভিটামিন এ, বি, সি প্রচুর পরিমাণে থাকে এই আমে। ত্বকের জন্য মিয়াজাকি আম খুব ভাল।
advertisement
7/7
মিয়াজাকি আমের কেন এত দাম, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তবে তাতে এই আমের বিক্রি কিন্তু কমেনি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
একটা আমের দাম ১০ হাজার টাকা! বিশ্বের সব থেকে দামি আম! যেমন দেখতে, তেমন স্বাদ