World's Longest Bacteria: ব্য়াকটেরিয়াদের দুনিয়ার 'রাক্ষস' এটি, সাইজ দেখে বিজ্ঞানীদেরও মাথায় হাত
- Published by:Suman Majumder
Last Updated:
World's Longest Bacteria: ব্যাকটেরিয়া যে এত বড় হতে পারে, তা ভাবতেই পারেননি বিজ্ঞানীরা।
advertisement
1/6

বিশ্বের সবচেয়ে বড় ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর দৈর্ঘ্য 0.৪ ইঞ্চি পর্যন্ত হয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের লেসার অ্যান্টিলেসের গুয়াদেলুপে একটি ম্যানগ্রোভ জলাভূমির জলে পুঁতে রাখা পাতায় থিওমারগারিটা ম্যাগনিফিকা (Thiomargarita Magnifica) নামে এক প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে।
advertisement
2/6
এই ব্যাকটেরিয়া খালি চোখেও দেখা যায়। এই ব্যাকটেরিয়া সাদা রঙের। এতে মাইক্রোস্কোপিক সালফার দানা রয়েছে, যার কারণে এটি মুক্তোর মতো দীপ্তি ছড়ায়।
advertisement
3/6
ক্যালিফোর্নিয়ার সামুদ্রিক জীববিজ্ঞানী জিন-মারি ওল্যান্ড বলেছেন, 'এটি সাধারণ ব্যাকটেরিয়ার চেয়ে প্রায় পাঁচ হাজার গুণ বড়। এটিকে ব্যাকটেরিয়াদের দুনিয়ার রাক্ষস বলা যেতে পারে।'
advertisement
4/6
এটি ম্যানগ্রোভ ইকোসিস্টেমে রয়েছে। এটি গাছেদের সালোক সংশ্লেষের মতো রাসায়নিক সংশ্লেষ করতে পারে।
advertisement
5/6
২০০৯ সালে ফ্রেঞ্চ অ্যান্টিলিস বিশ্ববিদ্যালয়ের অলিভার গ্রস এটির খোঁজ শুরু করেছিলেন। কিন্তু সেই সময়ে কেউ এটা লক্ষ্য করেনি। কারণ এর আকারের কারণে গ্রস ভেবেছিলেন যে এটি একটি ছত্রাক।
advertisement
6/6
ব্যাকটেরিয়া হল মাইক্রোস্কোপিক এককোষী জীব। ব্যাকটেরিয়া পৃথিবীর প্রায় সর্বত্র পাওয়া যায় এবং পৃথিবীর বাস্তুতন্ত্রের জন্য অত্যাবশ্যক। এত বড় আকারের যে একটি ব্যাকটেরিয়া হতে পারে, তা বুঝতে গ্রস এবং অন্য গবেষকদের পাঁচ বছর লেগেছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World's Longest Bacteria: ব্য়াকটেরিয়াদের দুনিয়ার 'রাক্ষস' এটি, সাইজ দেখে বিজ্ঞানীদেরও মাথায় হাত