TRENDING:

World’s 6 Most Stressful Cities:- তালিকায় ভারতেরই দু’টি শহর! বিশ্বের ‘এই’ ৬ শহরের মানুষ ক্ষতির মুখে, দুশ্চিন্তা, হতাশায় জর্জরিত...

Last Updated:
World’s 6 Most Stressful Cities: একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে গ্রামের মানুষের থেকে শহরের বাসিন্দারা ২১ শতাংশ বেশি উদ্বেগজনিত ব্যাধিতে ভুগছেন এবং ৩৯ শতাংশ বেশি বদমেজাজে ভুগছেন।
advertisement
1/5
তালিকায় ভারতেরই ২টি শহর, বিশ্বের এই ৬ শহরে মানুষ ক্ষতির মুখে! চাপ, হতাশা...
যত দিন যাচ্ছে, ততই মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছে সারা বিশ্বে। মন ও শরীরের উপর সুদূরপ্রসারী প্রভাব পড়ছে। বিশ্বব্যাপী স্ট্রেস একটি চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমীক্ষা করে দেখা গিয়েছে, গ্রামের তুলনায় শহরের মানুষেরা বেশি উদ্বিগ্ন।
advertisement
2/5
হেলথলাইনের মতে, একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে গ্রামের মানুষের থেকে শহরের বাসিন্দারা ২১ শতাংশ বেশি উদ্বেগজনিত ব্যাধিতে ভুগছেন এবং ৩৯ শতাংশ বেশি বদমেজাজে ভুগছেন।
advertisement
3/5
উদ্বেগ, বদমেজাজের ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। বেকারত্ব, নিরাপত্তাহীনতা, লিঙ্গবৈষম্য, আবহাওয়া এবং স্বাস্থ্য পরিষেবায় সমস্যা, ইত্যাদি সূচকই কারণ হিসেবে দাঁড়িয়েছে এই স্ট্রেসবৃদ্ধির।
advertisement
4/5
এখানে বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রেসপূর্ণ শহরগুলির মধ্যে ছ’টির নাম করা হয়েছে। যেখানে শহুরে জীবনের ব্যস্ততা মানুষের উপর উল্লেখযোগ্য আঘাত হানছে।
advertisement
5/5
১. মুম্বই- বিশ্বব্যাপী সবচেয়ে উদ্বিগ্ন শহরের তালিকার শীর্ষে রয়েছে মুম্বই। বায়ুদূষণ সঙ্গে নিত্য লড়াই চলে সেই শহরে। শহরের প্রবল জনসংখ্যা কেবল শারীরিক স্বাস্থ্যকেই প্রভাবিত করে না বরং মানসিক যন্ত্রণার জন্যও দায়ী।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World’s 6 Most Stressful Cities:- তালিকায় ভারতেরই দু’টি শহর! বিশ্বের ‘এই’ ৬ শহরের মানুষ ক্ষতির মুখে, দুশ্চিন্তা, হতাশায় জর্জরিত...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল