TRENDING:

World Sparrow Day: আপনার বাড়ির জানলায় রোজ এসে কিচমিচ করে আজ ওর দিন! বিশ্ব চড়ুই দিবসে জানুন অনেক কথা

Last Updated:
World Sparrow Day: বিশ্ব চড়ুই দিবসে জানুন চড়ুই পাখির অজানা কাহিনী ,২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস। মানববসতির আশেপাশে দেখা পাওয়া এই পাখির মানব সহচার্যের কারণে অনেক কবিতা ও লেখালেখিতে পাওয়া যায় পাখিটিকে। 
advertisement
1/6
আপনার বাড়ির জানলায় রোজ এসে কিচমিচ করে আজ ওর দিন! বিশ্ব চড়ুই দিবসে জানুন অনেক
২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস। মানববসতির আশেপাশে দেখা পাওয়া এই পাখির মানব সহচার্যের কারণে অনেক কবিতা ও লেখালেখিতে পাওয়া যায় পাখিটিকে।
advertisement
2/6
ছোট দেহ, মানুষের কাছাকাছি বাস করতে ভালোবাসে এই পাখি। কিন্তু পৃথিবী যত আধুনিক হচ্ছে, যত বাড়ছে নগরায়ন ততই হারিয়ে যাচ্ছে অতি পরিচিত এই পখি।
advertisement
3/6
২০১০ সালে সর্বপ্রথম বিশ্ব চড়ুই পাখি দিবস পালন করা হয়েছিল। এরপর থেকে প্রতিবছর ২০ মার্চ পালন করা হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
advertisement
4/6
একাধিক গবেষণায় এই পাখির কমে যাওয়ার কারণ হিসেবে উঠে আসছে, দূষণ, খাবারের অভাব, বাসস্থানের অভাবের মতো নানা সমস্যার কথা।
advertisement
5/6
সারা বিশ্বে চড়ুই পাখি এবং মানুষের কাছাকাছি বসবাস করা আরও নানা পাখির সংরক্ষণ নিয়ে সচেতনতা প্রসারের জন্য এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়।
advertisement
6/6
চড়ুই এর মত আরও একাধিক পাখির সংখ্যা কমলে ধাক্কা লাগবে জীববৈচিত্র্যে। শস্যক্ষেত্রে বিভিন্ন কীটনাশক ব্যবহার, পাখি নিধন- ইত্যাদি নানা কারণেই ক্রমশ কমছে চড়ুইয়ের সংখ্যা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World Sparrow Day: আপনার বাড়ির জানলায় রোজ এসে কিচমিচ করে আজ ওর দিন! বিশ্ব চড়ুই দিবসে জানুন অনেক কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল