World Sparrow Day: আপনার বাড়ির জানলায় রোজ এসে কিচমিচ করে আজ ওর দিন! বিশ্ব চড়ুই দিবসে জানুন অনেক কথা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
World Sparrow Day: বিশ্ব চড়ুই দিবসে জানুন চড়ুই পাখির অজানা কাহিনী ,২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস। মানববসতির আশেপাশে দেখা পাওয়া এই পাখির মানব সহচার্যের কারণে অনেক কবিতা ও লেখালেখিতে পাওয়া যায় পাখিটিকে।
advertisement
1/6

২০ মার্চ বিশ্ব চড়ুই পাখি দিবস। মানববসতির আশেপাশে দেখা পাওয়া এই পাখির মানব সহচার্যের কারণে অনেক কবিতা ও লেখালেখিতে পাওয়া যায় পাখিটিকে।
advertisement
2/6
ছোট দেহ, মানুষের কাছাকাছি বাস করতে ভালোবাসে এই পাখি। কিন্তু পৃথিবী যত আধুনিক হচ্ছে, যত বাড়ছে নগরায়ন ততই হারিয়ে যাচ্ছে অতি পরিচিত এই পখি।
advertisement
3/6
২০১০ সালে সর্বপ্রথম বিশ্ব চড়ুই পাখি দিবস পালন করা হয়েছিল। এরপর থেকে প্রতিবছর ২০ মার্চ পালন করা হয় বিশ্ব চড়ুই পাখি দিবস।
advertisement
4/6
একাধিক গবেষণায় এই পাখির কমে যাওয়ার কারণ হিসেবে উঠে আসছে, দূষণ, খাবারের অভাব, বাসস্থানের অভাবের মতো নানা সমস্যার কথা।
advertisement
5/6
সারা বিশ্বে চড়ুই পাখি এবং মানুষের কাছাকাছি বসবাস করা আরও নানা পাখির সংরক্ষণ নিয়ে সচেতনতা প্রসারের জন্য এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়।
advertisement
6/6
চড়ুই এর মত আরও একাধিক পাখির সংখ্যা কমলে ধাক্কা লাগবে জীববৈচিত্র্যে। শস্যক্ষেত্রে বিভিন্ন কীটনাশক ব্যবহার, পাখি নিধন- ইত্যাদি নানা কারণেই ক্রমশ কমছে চড়ুইয়ের সংখ্যা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World Sparrow Day: আপনার বাড়ির জানলায় রোজ এসে কিচমিচ করে আজ ওর দিন! বিশ্ব চড়ুই দিবসে জানুন অনেক কথা