Longest International Flights: দীর্ঘ সময় ধরে আকাশপথের যাত্রা! এই সব ফ্লাইটে ধৈর্য হারিয়ে রীতিমতো হাঁপিয়ে ওঠেন যাত্রীরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
World most Longest International Flights: এমন অনেক দেশ রয়েছে, যেখানে পৌঁছতে গেলে এতটাই সময় লাগবে যে, যাত্রীরা ধৈর্য্য হারিয়ে ফেলতে পারেন। এমনকী, হাঁপিয়ে প্রায় হাঁসফাঁস দশা পর্যন্ত হতে পারে। ফলে তখন হয়তো ভ্রমণের আনন্দই মাথায় উঠবে। এবার আকাশপথে এই ধরনের লম্বা সফরের কথাই জেনে নেওয়া যাক।
advertisement
1/7

উড়ানে ভ্রমণ করা আর বিদেশ ঘোরার স্বপ্ন বোধহয় প্রতিটি মানুষই লালন করে থাকে। আর বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ানোর জন্য এটাই সবথেকে সহজসাধ্য উপায়। তবে সাধ থাকলেই তো আর সাধ্য থাকে না! আসলে অনেক সময়ই উড়ানে বিদেশ সফরের ক্ষেত্রে পকেটের সামর্থ্য কুলোয় না। কিন্তু স্বপ্ন পূরণ হোক কে না চান? সেই কারণে কম দূরত্বের জন্য হলেও বিমানে চড়ার সাধ জাগে। তবে এমন অনেক দেশ রয়েছে, যেখানে পৌঁছতে গেলে এতটাই সময় লাগবে যে, যাত্রীরা ধৈর্য্য হারিয়ে ফেলতে পারেন। এমনকী, হাঁপিয়ে প্রায় হাঁসফাঁস দশা পর্যন্ত হতে পারে। ফলে তখন হয়তো ভ্রমণের আনন্দই মাথায় উঠবে। এবার আকাশপথে এই ধরনের লম্বা সফরের কথাই জেনে নেওয়া যাক।
advertisement
2/7
বিমান সংস্থা সূত্রের খবর, আকাশপথে সিঙ্গাপুর থেকে নিউ ইয়র্ক পৌঁছতে গেলে সবথেকে বেশি সময় লাগে। মোট পথের দূরত্ব হল ৯৫৭৩ কিলোমিটার। আর এই এতটা পথ অতিক্রম করতে বিমানের সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ৪০ মিনিট।
advertisement
3/7
এখানেই শেষ নয়, সুদীর্ঘ যাত্রাপথের তালিকায় রয়েছে পার্থ থেকে লন্ডনও। অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডন অতিক্রম করতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ৪৫ মিনিট।
advertisement
4/7
এর পরেই রয়েছে মেলবোর্ন থেকে ডালাসের যাত্রাপথ। আকাশপথে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে আমেরিকার ডালাসে পৌঁছতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ১৫ মিনিট।
advertisement
5/7
আবার আকাশপথে সুদীর্ঘ যাত্রাপথ রয়েছে সৌদি আরব আর লস অ্যাঞ্জেলসের মাঝেও। বিমানে চড়ে এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা ৫০ মিনিট।
advertisement
6/7
ভারতের বেঙ্গালুরু থেকে যদি কেউ সান ফ্রান্সিসকো আকাশপথে যেতে চান, তাহলে সাবধান! ধৈর্য হারালে চলবে না! কারণ এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় ১৭ ঘণ্টা ২৫ মিনিট।
advertisement
7/7
ফিলিপিন্সের ম্যানিলা থেকে কানাডার টরোন্টো শহরে যেতেও প্রচুর সময় লেগে যায়। যাত্রীরা রীতিমতো হাঁপিয়ে ওঠেন। এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় ১৫ ঘণ্টা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Longest International Flights: দীর্ঘ সময় ধরে আকাশপথের যাত্রা! এই সব ফ্লাইটে ধৈর্য হারিয়ে রীতিমতো হাঁপিয়ে ওঠেন যাত্রীরা