World Best Handwriting: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
World Best Handwriting: প্রাকৃতি মাল্লা নামে এক নেপালি স্কুলছাত্রীর হাতের লেখাই বিশ্বের সবথেকে সুন্দর হাতের লেখার তকমা জিতে নিয়েছেন।
advertisement
1/10

হাতের লেখা সুন্দর হওয়া খুবই জরুরি। সুন্দর না হলেও, অন্ততপক্ষে লেখাটি পরিষ্কার-পরিচ্ছন্ন বোধগম্য হতেই হবে। বিশ্বে সবচেয়ে সুন্দর হাতের লেখা কার রয়েছে জানেন? সেই লেখা দেখলে একেবারে চমকে যাবেন।
advertisement
2/10
ছাত্র-ছাত্রীদের জন্য ভাল পড়াশোনা করার পাশাপাশি হাতের লেখার যত্ন নেওয়াও প্রয়োজন। যদি পড়ুয়াদের হাতের লেখা মুক্তোর মতো সুন্দর হয়, তাহলে তারা সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তবে প্রতিটি মানুষের হাতের লেখার ধরন কিন্তু আলাদা হয়।
advertisement
3/10
বিশ্বে কার হাতের লেখা সবথেকে সুন্দর? এমনটা কি হওয়া সম্ভব? হ্যাঁ এমনটাই ঘটেছে। যা হয়তো অনেকেই জানেন না।
advertisement
4/10
প্রাকৃতি মাল্লা নামে এক নেপালি স্কুলছাত্রীর হাতের লেখাই বিশ্বের সবথেকে সুন্দর হাতের লেখার তকমা জিতে নিয়েছেন।
advertisement
5/10
শুধু তা-ই নয়, সুন্দর হাতের লেখার জন্য বরাবর তিনি সংবাদমাধ্যমের চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। প্রাকৃতি মাল্লার বয়স এখন ১৭ বছর। নেপালের সৈনিক ভাষ্য মহাবিদ্যালয়ের ছাত্রী প্রাকৃতি ১৪ বছর বয়সে দশম শ্রেণিতে পড়েছেন।
advertisement
6/10
গোটা বিশ্বের হাতের লেখার বিশেষজ্ঞরা পর্যন্ত ওই কিশোরীর হাতের লেখা দেখে চমকে গিয়েছেন। নেটিজেনদের মধ্যে অনেকেরই বক্তব্য, কাগজের উপর প্রকৃতির হাতের লেখা দেখে বোঝার উপায় নেই যে, সেটি হাতের লেখা না কি কম্পিউটারে টাইপ করা হরফ।
advertisement
7/10
বিশেষজ্ঞদের দাবি, প্রতিটি অক্ষরের মাঝে সমান দূরত্ব রাখেন প্রাকৃতি। কোথাও সামান্য কম-বেশি নেই তাঁর লেখায়।
advertisement
8/10
নেপালের এক ব্যক্তি সেই লেখার ছবি তুলে পোস্ট করেছিলেন। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রাকৃতির লেখা।
advertisement
9/10
মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই হাতের লেখার ছবি। গোটা বিশ্বের নেটিজেনরা পোস্ট দেখে লাইক, কমেন্ট করতে থাকেন। রাতারাতি জনপ্রিয় হয়ে যান প্রাকৃতি ও তার হাতের লেখা। প্রাকৃতির হাতের লেখা সকলের সামনে আসার পরে হাতের লেখা বিশেষজ্ঞরাও রীতিমতো বিস্মিত।
advertisement
10/10
প্রাকৃতিকে নেপালের সশস্ত্র বাহিনীর তরফেও পুরস্কার দেওয়া হয়েছে। এই সুন্দর হাতের লেখার অধিকারী মেয়ে প্রাকৃতি মাল্লা দেখতেও তেমনই সুন্দর ও ফুটফুটে। প্রাকৃতি সংবাদ শিরোনামে উঠে এসেছে তার সুন্দর হাতের লেখার জন্য। শুধু তাই নয় তার হাতে লেখা নিয়ে শুরু হয়েছে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
World Best Handwriting: বিশ্বের সবচেয়ে সুন্দর হাতের লেখা প্রাকৃতির, নেপালি কন্যের মুক্তাক্ষর MS Word-এর ফন্টকেও হার মানায়