Women Power: পরমাণু বোমার আঁতুরঘরে কাজ, বিরল কৃতিত্বের অধিকারী বাঙালি এই মহিলা! শুনে চমকে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Women Power: জন্ম উত্তর চব্বিশ পরগনার খড়দহে। প্রেসিডেন্সি কলেজ থেকে B.Sc পাশ করার পর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে B.Tech. খড়্গপুর IIT থেকে M.Tech করার পর কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন ISI থেকে।
advertisement
1/8

বাঙালি এই মহিলা বিরল কৃতিত্বের অধিকারী। কিন্তু প্রচারের আড়ালে থাকাই পছন্দ করেন। ইনি ডক্টর সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি ঠিক কোন কৃতিত্বের অধিকারী? শুনলে নিশ্চয় চমকে উঠবেন।
advertisement
2/8
সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় - উত্তর চব্বিশ পরগনার খড়দহের মেয়ে, ২০১৫ সালে আচার্য প্রশান্ত চন্দ্র মহলানবীশের তৈরী Indian Statistical Institute এর প্রথম মহিলা ডিরেক্টর পদে আসীন হয়ে প্রমাণ করে দিয়েছেন মেয়েরাও পারে! নিঃসন্দেহে বিরল কৃতিত্ব।
advertisement
3/8
জন্ম উত্তর চব্বিশ পরগনার খড়দহে। প্রেসিডেন্সি কলেজ থেকে B.Sc পাশ করার পর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে B.Tech. খড়্গপুর IIT থেকে M.Tech করার পর কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন ISI থেকে। পোস্ট ডক্টরেট করেন সিডনি ও টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে। গবেষণার বিষয়বস্তু ছিলো Evolutionary computation, Pattern recognition, Machine learning এবং Bioinformatics.
advertisement
4/8
বিভিন্ন সময়ে কাজ করেছেন বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের গবেষনাগারে। এর মাঝে উল্লেখযোগ্য হল পরমাণু বোমার আঁতুরঘর লস আ্যলামস ন্যাশনাল ল্যাব ও মেরিল্যান্ড ইউনিভার্সিটি, আমেরিকা। ইউরোপের প্রাচীনতম জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় এবং রোমে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল ফিজিক্স, যার প্রতিষ্ঠাতা এক নোবেলজয়ী পরমাণু বিজ্ঞানী এনরিকো ফার্মি।
advertisement
5/8
কম্পিউটার সায়েন্সে তাঁর কৃতিত্বের জন্য ইতিমধ্যেই সম্মানিত হয়েছেন বিভিন্ন পুরস্কারে। তাঁর ঝুলিতে রয়েছে বিজ্ঞানে ভারতর সর্বশ্রেষ্ঠ সম্মাননা, ‘শান্তিস্বরূপ ভাটনগর'(২০১০)পুরস্কার। এছাড়াও পেয়েছেন ইনফোসিস ও জগদীশ চন্দ্র বসু ফেলোশিপ সহ দেশ বিদেশের আরো অনেক পুরস্কার।
advertisement
6/8
২০২১ সালে তিনি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। কিন্তু তাঁর নাম শোনেননি অনেকেই এবং খবরেও নেই তিনি। বর্তমানে Indian Statistical Institute এর সর্বময় কর্ত্রী হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও কারিগরি উপদেষ্টা মন্ডলীর এক অন্যতম সদস্যা।
advertisement
7/8
এছাড়া তিনি আমাদের দেশে ১৪০ টির উপর গরীব ছাত্র ছাত্রীদের জন্য বিদ্যালয় খুলে রেখেছেন, যেখানে প্রচুর গরীব ছাত্র ছাত্রী বিনামূল্যে পড়তে পারেন। তিনি তার বেতনের অর্ধেকটা গরীব মানুষদের জন্য দিয়ে দেন।
advertisement
8/8
এমনকি প্রতি বছর তিনি গরীব মানুষদের জন্য বস্ত্র বিতরণ করেন শীতের সময়। ১৫টিরও বেশি পঙ্গু হাসপাতাল খুলেছেন তিনি, যেখানে বিকলাঙ্গ মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Women Power: পরমাণু বোমার আঁতুরঘরে কাজ, বিরল কৃতিত্বের অধিকারী বাঙালি এই মহিলা! শুনে চমকে যাবেন